মেধা মূল্যায়ন মঞ্চঃস্বপ্ন বিলাসীর স্বপ্ন ভঙ্গ
লিখেছেন লিখেছেন পাপী বান্দা ১১ জুলাই, ২০১৩, ০২:১৪:৫৮ দুপুর
শাহাবাগে মেধা মূল্যায়ন মঞ্চ ভাংচুর,পুলিশের লাঠিচার্জ, আন্দোলনকারী ছাত্র গ্রেফতার.।.।.।
কি অবাক হলেন নাকি??আমি কিন্তু একটুও অবাক নই,হতবাক নই।যা হবার কথা ছিল তাই হয়েছে,এতে অবাক হবার কিছু নেই।যে দেশে ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলনকারী শিক্ষকদের ওপর গরম পানি ছিটানো হয়,পিপার স্প্রে ছিটিয়ে অন্ধ করা হয় জাতি গড়ার কারিগরদের,যেখানে লাঠিচার্জ ও অমানুষিক নির্যাতনের কারণে ষাটোর্দ্ধ শিক্ষকের মৃত্যু হয় সেই দেশের সরকার আর তার পেটোয়া পুলিশ বাহিনীর কাছে কি বা আশা করতে পারেন আপনি?? অযাচিত ও অন্যায় কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলনকারী আমার মতো ছাত্র ভাইদের কাছে একটাই অনুরোধ-- বন্ধ করুন এই আন্দোলন যে আন্দোলন মুকুলেই ভেঙ্গে গুড়িয়ে দিবে সরকারের শোষক শ্রেণীর রক্তচক্ষু,যে আন্দোলন সরকারী আমলাদের ধান্দাবাজির টাকা কামানোর পথে বাধা হয়ে দাড়াবে,যে আন্দোলনের পরে এস টি ইমামের মতো দুর্নীতি গ্রস্ত আমলা ব্যাগ্রভরে উচ্চারণ করবে ঔদ্ধাত্যপূর্ণ কথা " কোটা প্রথা বাতিল নয় আরো বাড়াতে হবে "। সেখানে আপনার-আমার মতো সাধারণ নাগরিকের মেধা মুল্যায়নের দাবি চাওয়াটাই বড় অপরাধের এবং শাস্তিযোগ্য,আর আমাদের এই দাবি পূরণতো আকাশ-কুসুম কল্পনা মাত্র।।তারপরও আমরা সপ্নবিলাসি মানুষ,স্বপ্ন দেখা আমাদের সহজাত ।।
বিষয়: বিবিধ
৮৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন