বর্তমান পদ্ধতির কোটা প্রথায় অযোগ্যরা পদবী পায়। কোটা যদি থাকবেই, তাহলে তা হবে ভারতের মত ধর্ম ও সম্প্রদায় ভিত্তিতে!

লিখেছেন লিখেছেন নজরুল ইসলাম টিপু ১১ জুলাই, ২০১৩, ০২:২২:৪০ দুপুর



বর্তমান পদ্ধতির কোটা প্রথা বন্ধ করতে হবে। এই কোটা প্রথায় জাতি গঠন উপযোগী রাষ্ট্রীয় কর্মকর্তা তৈরি হওয়া সম্ভব নয়!

এই পদ্ধতিতে যে সব কর্মকর্তা বাছাই হয়, তাদের অনেকেই হয় যুক্তি প্রয়োগে অজ্ঞ, আপস-কামী, পরনির্ভরশীল, জটিল সিদ্ধান্তে দোদুল্যমান, প্রত্যয়হীন ও একদেশদর্শী।

কোটা পদ্ধতিতে যদি লোক নিয়োগ একান্তই দরকার পড়ে তা হলে তা হতে হবে সম্প্রদায় ভিত্তিক। যেমন ৮৫% মুসলিম, ৮% হিন্দু, ৩% বৌদ্ধ এভাবে। এই পদ্ধতি সফলতার সাথে ভারতে চালু আছে, বাংলাদেশেও চালু করার দাবী উঠতে পারে যৌক্তিকভাবেই!

বিষয়: বিবিধ

২১৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File