কেমন তুমি ব্লগের মালিক খোঁজ নিবেনা; মারা যাই?
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ২৯ নভেম্বর, ২০১৫, ০৮:৩৫:০৭ রাত
কেমন করে ব্লগিং করি
ব্লগের মালিক বাড়ি নাই;
ব্লগে ব্লগার বাঁচি-মরি
মালিক মনে তাড়া নাই।
ইচ্ছে হলে আনতে পারে
ব্লগে যেসব ব্লগার নাই
নিমন্ত্রণে খরচ দিতে
কত ব্লগার খাড়া তাই।
কেমন তুমি ব্লগের মালিক
খোঁজ নিবেনা; মারা যাই?
ভালবাসা পাবেই বলি,
এবার যেন সাড়া পাই!
বিষয়: বিবিধ
১০০৯ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনারা তখন কোথায় ছিলেন ?
আপনারা তখন কোথায় ছিলেন ?
আমার ও এটাই কথা ।
মন্তব্য করতে লগইন করুন