চামচিকারা আলোয় ধরা!
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ২৮ নভেম্বর, ২০১৫, ০৬:৫৩:৩৪ সন্ধ্যা
আঁধার গেলে
বাতি জ্বলে না
মিথ্যা কথা
কেউ বলে না
স্বচ্ছ আলোয়
দুনিয়া ভরা
চামচিকারা
আলোয় ধরা!
বিষয়: বিবিধ
৮৬৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অল্প কথায়
দারুন করে,
মনের ভাব
প্রকাশ করে.
সত্যের পথে
হও আগোয়ান
আমরা সাবাই
সাচ্চা মুসলমান।
মন্তব্য করতে লগইন করুন