ইচ্ছে করি শহীদ হবো; শহীদ হতে পারি না আসল বাড়ি জান্নাতে ঐ এই দুনিয়া বাড়ি না। জান্নাতে ঐ বুলবুলিরা দেখছো তোমায় ডাকে ঐ? ইচ্ছে করি তোমার আগে তাদের দলে শামিল হই! আগে আগে তোমায় নিবে আল্লাহ যে তোমার আপন ঐ শহীদের মিছিল দেখে পণ করে যাই সংগোপন।
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ০৫ নভেম্বর, ২০১৪, ০৮:৩৯:৪৫ রাত
ইচ্ছে করি শহীদ হবো;
শহীদ হতে পারি না
আসল বাড়ি জান্নাতে ঐ
এই দুনিয়া বাড়ি না।
জান্নাতে ঐ বুলবুলিরা
দেখছো তোমায় ডাকে ঐ?
ইচ্ছে করি তোমার আগে
তাদের দলে শামিল হই!
আগে আগে তোমায় নিবে
আল্লাহ যে তোমার আপন
ঐ শহীদের মিছিল দেখে
পণ করে যাই সংগোপন।
বিষয়: বিবিধ
১০০২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন