দেখনা চেয়ে জানবে শহীদ চলছে কি বসন্ত রে!
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ২৫ অক্টোবর, ২০১৪, ১১:১০:৫৩ রাত
বীন বাজিয়ে দ্বীন আসে নি;
দ্বীন বিজয়ী কুরআনে!
আল্লাহ ছাড়া নাই যে ইলাহ
কেউ বলে নি তোর কানে?
কার ব্যাপারে মিথ্যা বলিস
ডর লাগে না অন্তরে?
দেখনা চেয়ে জানবে শহীদ
চলছে কি বসন্ত রে!
কোন ক্যামেরায় কোন তাকে তুই
তুলবি জানাযার ছবি?
এমনি করে প্রেম আসে নি;
আদর্শ তাঁর ঐ নবী!
শয়তানেরা চুপচাপই আজ
ফোকলা বেদ্বীন হিংসুটে
দুই যামানাই নষ্ট রে তোর
ভ্রষ্ট জীবন বিদঘুটে!
বিষয়: বিবিধ
১১১৫ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অসাধারন হয়েছে লেখাটি!
সত্যিই, খুব ভালো হয়েছে...
মন্তব্য করতে লগইন করুন