যদি বেতন বাড়ে...
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ১৪ সেপ্টেম্বর, ২০১৪, ১২:০৮:০৬ দুপুর
যদি বেতন বাড়ে তবে ঘর বানাব
খড়ের চালা ফেলে তাতে টিন লাগাব।
যদি বেতন বাড়ে মাকে দিব শাড়ি
দুলহানেরা জানবে বিয়া করতে পারি।
যদি বেতন বাড়ে তবে মাছ কিনিব
মাছের বুনা করে স্কুলে টিফিন নিব।
যদি বেতন বাড়ে বন্ধে ঘুরতে যাব
পাড়ার দোস্ত মিয়ার বিয়ার দাওয়াত খাব।
যদি বেতন বাড়ে নেটের পেকেজ নিব
বিশ্ববাসীর সকল সুখ আর দুখ শুনিব।
যদি বেতন বাড়ে কিনব নতুন জামা
ভাগ্নে ভাগ্নি বুঝবে আমি কেমন মামা!
বিষয়: বিবিধ
১০৯৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন