মনে হয় না মায়ের কষ্ট আর শিক্ষকের দুঃখ মা আর শিক্ষক ছাড়া আর কেউ বুঝে‚ বুঝবে!
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ২৪ আগস্ট, ২০১৪, ০৯:০৮:৪৬ রাত
মা যেমন সারা দিন খড়কুটো জোগাড় করে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে ৩ বেলা রান্না করে সেই খাবার টেবিলে সাজিয়ে গোছিয়ে নিজ দায়িত্বে আমাদের সবাইকে ডেকে ডেকে খাওয়ান‚ সেই মাকেই দেখি সবাইকে খাইয়ে নিজে আর পেট পুরে খেতে পান না। আমরা পেট ভর্তি করে আরামে ঘুম যাই এদিক ওদিক ঘুরে বেড়াই। মার খবর আর কজনই বা রাখি!
আমরা শিক্ষকগণ জাতির কারিগর বলে শিক্ষার্থীদের মানুষ করার দায়িত্বটাও মায়ের দায়িত্বের মতই পালন করে যাই। কিন্তু কেউ খেয়াল করে না শিক্ষক কি খেল আর কি পেল!
এভাবে দিন যায় মাস যায় বছর যায় অবস্থা এমনই থেকে যায়। মনে হয় না মায়ের কষ্ট আর শিক্ষকের দুঃখ মা আর শিক্ষক ছাড়া আর কেউ বুঝে‚ বুঝবে!
বিষয়: বিবিধ
১২৫৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সাপের ঝাপি নিয়ে আমাদের দেশে অনেক দৌড়াদৌড়ি হয়ে গেলো ওঝাদের মধ্যে, কিন্তু কেউ বিষ নামালো না!
জ্বী ভাই। খুবই বাস্তব কথা।
অন্যভাবে সতপথে বাড়তি আয়ের চেষ্টা করা যেতে পারে- যদিও খুব সহজ নয় জানি!
দোয়া করি.. জাযাকুমুল্লাহ..
মন্তব্য করতে লগইন করুন