আমার দাবী; বগবগ ছাড়া কারোরই চেনা না!

লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ১২ আগস্ট, ২০১৪, ১০:১৪:৫৬ রাত

শিক্ষক আমি;

আমার নিয়ম বেশি খাইতে নাই

শিক্ষক আমি;

আইনে মানা ভ্রমন করতে যাই।

শিক্ষক আমি;

স্বপ্ন দেখার নাই মোর অধিকার

শিক্ষক আমি;

করতেই হবে দুঃখকে পরিহার।

শিক্ষক আমি;

থাকবে না মোর যথেষ্ট পরিচয়

শিক্ষক আমি;

ক্ষুধায় রয় না প্রাণ হারানোর ভয়।

শিক্ষক আমি;

আমার বাড়ির যায়গাটা কেনা না

আমার দাবী;

বগবগ ছাড়া কারোরই চেনা না।

বিষয়: বিবিধ

১১১১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

254029
১৩ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শোন হে জগদানন্দ দাদা
গাধারে পিটিলে হয়না অশ্ব
অশ্ব পিটিলে হয় যে গাধা!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File