তোমার কাছে জাতির চাওয়া; জাতি তোমার হবে পর!
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ১১ আগস্ট, ২০১৪, ০৬:৩১:২০ সন্ধ্যা
শিক্ষক তুমি উন্নত শির
চোখ ছলছল হবে না
ঘরে জ্বলে তেলের প্রদ্বীপ
দুঃখ বুকে রবে না।
যখন থেকে শিক্ষক তুমি
পেটে ক্ষুধা হবে না
খড়-কুটাতে ঘুম আসিবে
যায়গা-জমি রব না।
বাড়ি বাড়ি কর না মন
তুমি জাতির কারিগর
তোমার কাছে জাতির চাওয়া;
জাতি তোমার হবে পর!
বিষয়: বিবিধ
৮৪৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন