আকাশের চাঁদে আজ কত্তো আলো! দেখেছো? যেমন দেখেছি দিনে রবির আলো! কি মধুর মিষ্টি চাঁদের হাসি চাঁদের সাথে আমি মিষ্টি হেসে কিছুটা সময় করি ভালবাসাবাসি।
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ১০ আগস্ট, ২০১৪, ০৯:১৭:৪০ রাত
আকাশের চাঁদে আজ কত্তো আলো!
দেখেছো? যেমন দেখেছি দিনে রবির আলো!
কি মধুর মিষ্টি চাঁদের হাসি
চাঁদের সাথে আমি মিষ্টি হেসে
কিছুটা সময় করি ভালবাসাবাসি।
বিষয়: বিবিধ
১২৪৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন