আমায় ছেড়ে কেমনে থাক আমায় নিবে না? আদর আদর ছোঁয়াগুলো ভুলে গেলে তা?
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ১৮ জানুয়ারি, ২০১৪, ০৬:৫৯:০৪ সন্ধ্যা
খেলা শেষে আজকে কেহ
ডাকল না আমায়;
কত ধুলো মিশেই আছে
আমার লাল জামায়!
ঘরটা আজি ফাঁকাই ছিল
তোমরা দেখি নাই
ঘরে গিয়ে একলা আমি
কি যে মজা পাই!
ঘরের খাটে বিছানাতে
রক্ত রক্ত দাগ
ঘরে একা ডর লাগে মা
ভরসা কাহার লাগ?
আমায় ছেড়ে কেমনে থাক
আমায় নিবে না?
আদর আদর ছোঁয়াগুলো
ভুলে গেলে তা?
বিষয়: রাজনীতি
১৫০৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন