অনেকে বলছে, বোবাদের নাকি শত্রু নাই। তাই তাবলীগের বেশে মার্চ ফর ডেমোক্র্যাসীতে ঢাকায় আসার পরমর্শ দিচ্ছেন। তাতে তাদেরে দেখে নাকি লিগাররা সালাম দিবে! কিন্তু আমি তো জানি অন্যভাবে, তা হল আওয়ামীলীগের কোন বন্ধু নাই। তারা বোবাদেরও ছাড় দেয় না। যা পায় লুটে পুটে নেয়... আর ১৫ আগষ্টে সব হারিয়ে পরপারে বিশ্রাম নেয়। এত ক্ষণ শুধু খাই খাই করে যায়। কোনই নিস্তার নাই। হায় আফসোস আওয়ামীলীগ!!!
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ২৭ ডিসেম্বর, ২০১৩, ০৭:২৮:২৩ সন্ধ্যা
অনেকে বলছে, বোবাদের নাকি শত্রু নাই। তাই তাবলীগের বেশে মার্চ ফর ডেমোক্র্যাসীতে ঢাকায় আসার পরমর্শ দিচ্ছেন। তাতে তাদেরে দেখে নাকি লিগাররা সালাম দিবে!
কিন্তু আমি তো জানি অন্যভাবে, তা হল আওয়ামীলীগের কোন বন্ধু নাই। তারা বোবাদেরও ছাড় দেয় না। যা পায় লুটে পুটে নেয়... আর ১৫ আগষ্টে সব হারিয়ে পরপারে বিশ্রাম নেয়। এত ক্ষণ শুধু খাই খাই করে যায়। কোনই নিস্তার নাই। হায় আফসোস আওয়ামীলীগ!!!
বিষয়: রাজনীতি
১০৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন