বন্ধু আমার কে?
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ২৩ সেপ্টেম্বর, ২০১৩, ১০:২১:২৫ রাত
কে আছো ভাই মনের ঘরে উঁকি দিতে চাও?
আমার মনে শিবির জামাত আম্লীগ দূরে যাও!
সকল কাজে আল্লাহ ডাকি আস্থাও তাঁর সবি
ইসলাম আমার কুরআন আমার মুহাম্মাদ প্রিয় নবী।
আমায় যিনি বানাতেই পারে মারতেও তিনি পারে
জাহান্নাম থেকে বাঁচতে আমি ধরনা দিব কারে!
ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সকল ক্ষেত্রে আমি
আল্লাহ নামের ছোঁয়া লাগে না নাই মোর কোন কামই।
কে আছো ভাই আমায় জেনে ভাই ভাই করে নিবে?
আল্লাহর নামে বন্ধু বার্তা একটা পাঠায়ে দিবে!
বিষয়: বিবিধ
১১৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন