কাগজের বিমান ঊড়ে যাই দেখ্ তারপর পড়ে রই!

লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ১১ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:৩৮:৪৩ রাত



এই স্যার আমায় ভালবাসে না

কান ধরে বারে বারে

সামনের দিকে বসলাম না তাই

পিছনেই একেবারে!

পড়া কি আর সবাই পারে?

বুদ্ধিসুদ্ধি কম;

তোরাই হবি অফিসার হ

নাই মোর উদ্যম!

সবাই যদি জ্ঞানী পন্ডিত

আবুল থাকত দেশে?

মন্ত্রী আবুলও আবুলই থাকে

চুরি কারবারী শেষে!

সবাই যদি আলেম হয়

জামাত শিবির করে

আল্লাহ কেন আওয়ামীলীগ পাঠায়

নাস্তিক হয়ে মরে!

তোরা হবি সীসার প্রাচীর

আমি চিটার খই

কাগজের বিমান ঊড়ে যাই দেখ্

তারপর পড়ে রই!

বিষয়: রাজনীতি

১৫৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File