মা আমার এখন আর আকুতিও করে না ফুল গাছ যেন মা পোলাপানে ধরে না!

লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ০৯ জুলাই, ২০১৩, ০৬:১৪:৩৪ সন্ধ্যা



মাগো মোর ভয় হয়

হাসপাতাল যাব না

পরপারে আমি একা

তোমাদেরে পাব না!

অবশেষে অপারেশন

করতেই হল যে

শরীরের রক্তও

বন্ধ না হল যে!

মা আমার এখন আর

আকুতিও করে না

ফুল গাছ যেন মা

পোলাপানে ধরে না!

কই গেলি মা আমার

বাড়ি খালি খালি রে

তোর ধরা আঁচলটায়

আজ বড় তালি রে!

বলেছিলি মরলেও

বাড়িতেই মরব

কলেজে ভর্তি কর

লেখাপড়া করব!

তোর কোন কিছুই তো

আজ দিতে পারি নাই

আমরা তো থেকে নাই;

তুইও যে বাড়ি নাই!

বিষয়: সাহিত্য

১১৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File