সরকারের উচিত হবে শিবিরের সাথে এখন আর কোন ঝামেলা না করা!!!

লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ০৩ জুলাই, ২০১৩, ০৫:৩৯:২৭ বিকাল





সরকারের উচিত হবে শিবিরের সাথে এখন আর কোন ঝামেলা না করা। কারণ শিবিরের উপমা শিবির ছাড়া অন্য কোন দলের সাথে চলে না। আদর্শে বলেন চরিত্রে বলেন পড়ালেখায় বলেন আধুনিকতা বলেন ডিজিটালী বলেন স্মার্টে বলেন ভদ্রতা বলেন কোন একটা দিক নাই যে অন্য কোন দল শিবিরকে চ্যালেঞ্জ করার যোগ্যতা রাখে।

¥ জনগণ ভালবাসে শিবিরের পাশে আছে

¥ মুসলিম ভালবাসে শিবিরের পাশে আছে

¥ মাজলুম ভালবাসে শিবিরের পাশে আছে

¥ আল্লাহও ভালবাসে শিবিরের পাশে আছে

¥ আমিও ভালবাসি শিবিরের পাশে আছি

তো বুঝেন শক্তি বেশি কার? বিজয়ের সম্ভাবনা বেশি কার? সুতরাং সাবধান হওয়ার বিকল্প নাই। একটা পা ফেললেও হিসেব করে ফেলা উচিত। আর কাকে কি উপদেশ দেই? ওরা তো বধির বোবা অন্ধ। তাই তারা এসব বুঝবে না। পনের আগষ্ট ছাড়া শান্তও হবে না!

বিষয়: রাজনীতি

১৪২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File