প্রভু হে দাওগো দৃষ্টি সাড়া
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ২৮ জুন, ২০১৩, ০৯:১৮:৪০ রাত
আকাশে মেঘে মেঘে
সূর্য খুঁজি
বাতাসেও ভাসেনি
পাখিরা বুঝি।
কৃষকেরা ঘুম যায়
অলস দিবস
কাহারো কথায় যেন
নাই রস কষ।
প্রভু হে দাও গো
দৃষ্টি সাড়া
সূর্য আলো আনে
জীবন ধারা!
বিষয়: সাহিত্য
১০২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন