অন্য কিছু তবে মানুষই করে!
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ২৬ জুন, ২০১৩, ০২:৪৩:৪৭ দুপুর
মানুষের নামও কি তেল হতে পারে? দুই ঘন্টা সময় পার করতেই জাতীয় শহীদ মিনারে এলাম। পাশে দেখি তেল শাহ মাজার। চিন্তা করলাম পৃথিবীর কোন বাবা মা সন্তানের নাম কোন দিনও তেল রাখতে পারে না। সুতরাং বুঝতে হবে এখানে কোন মানুষের কবর থাকতে পারে না। দেখলাম, বাতি জ্বালায়া কয়েক জন লোক থোম ধরে বসে আছে। দুই জন ঘুমায়। মাজারের সামনে একটা ফুল গাছ। আরো দুজন সেই ফুল গাছের আড়ালে কি যেন করছে। বেশি বুঝা যাচ্ছে না। কারণ ফুল গাছের সাথে তাদের পোষাকের বেশ মিল।
শহীদ মিনার দেখতে যেয়ে যা দেখলাম তাতে আর দেখা হল না। পুরে যায়গা জুড়ে অতটা না হলেও জুটিদের দখলভীরে বসার যায়গা পেলাম একেবারে পশ্চিম পাশে বড় বড় গাছের তলায়।
বসে আছি! উপরে চেয়ে দেখি অনেক উপরে ডালে বসা কাক। কিন্তু ঢাকার কাউয়ার সাথে বিশ্বাস করা যায় কি না জানি না। তবে মানুষগুলো আমাকে বসার যায়গা দিল না! আমাকেই খুঁজে নিতে হল!
বিষয়: বিবিধ
৯০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন