শিবির তারুণ্যের জ্বলন্ত প্রদিপ|||সাব্বাশ শিবির এগিয়ে যাও তুমিই বীর
লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ০৫ অক্টোবর, ২০১৩, ০৬:০২:৫০ সন্ধ্যা
আওয়ামীলীগ সরকার যাদের উপর সর্বাপেক্ষা জুলুম নির্যাতন চালিয়েছে এবং চালাচ্ছে তার নাম শিবির|শত অত্যাচার সয়েও রাজপথে তাঁদের সরব পদচারণা শুধু সাধারণ মানুষ নয় সরকারও অকপটে শিকার করছে|সরকার মনে করছে ক্ষমতায় টিকে থাকার লড়াইয়ে শিবির তাদের প্রধান প্রতিবন্ধক|অন্যদিকে প্রধান বিরধীদল শিবিরকে তাদের আগামীর আন্দোলনের স্বার্থে সব রকম উৎসাহ উদ্দিপনা দিচ্ছে|শিবিরকে উদ্বেলিত করতে বেগম খালেদা জিয়া কুণ্ঠা করছেন না|শুধু তিনি নয় আজ দেশবাসী শিবিরের দিকে তাকিয়ে রয়েছে| শিবির শিবির শিবির শুধুই শিবির দেখা যাচ্ছে ১৮ দলের সমাবেশ গুলোতে|
প্রকৃত ঘটনা হলো,পৃথিবীকে নতুন করে সাজাতে পারে তরুন সম্প্রদায়|কবি নজরুলের সেই বিখ্যাত ভাষণ সেকথা মনে করিয়ে দেয়|ইতিহাসের পরতে পরতে লিখিত তারুণ্যের অবদান|কিন্তু,সেই তারুণ্য সেই বৃদ্ধের থেকেও বৃদ্ধ যে বৃদ্ধ শক্তি না থাকায় মনে মনে অন্যায়কে ঘৃণা করে|
জয় হোক তারুণ্যের,সত্যের,ইনসাফের|ধ্বংস হোক মিথ্যা [আপনি কী মনে করেন???
বিষয়: রাজনীতি
১৩৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন