দেশ বাঁচাও মানুষ বাঁচাও
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৫ অক্টোবর, ২০১৩, ০৫:৪১:২১ বিকাল
কত লক্ষ কোটি টাকা এদিক-সেদিক উড়ে গেল, হিসেব পাওয়া যাবে সব আনা-কড়িরও! আর কয়েকটা দিন যাক! চোর এবং চোরের মায়ের বড় গলা টিপে ধরা হবে। বিচারপতিরও বিচার হবে!
শেয়ারবাজার, ডেসটিনি, হলমার্ক, বেসিক ব্যাংক, সোনালী ব্যাংক - সব খাওয়া গেছে! গ্রামীণ ব্যাংককে গেলা যাচ্ছে না, একটু নিয়মের সস লাগিয়ে এটাও গেলা হবে! তেল-গ্যাস গেলা শেষ, শিঘ্রই সুন্দরবন গেলা হবে, পুরো দেশ গিলে ফেলার পর কোমল পানীয় হিসেবে থাকবে বঙ্গোপসাগর! অতএব- স্লোগান আগেরটাই !'
বিষয়: বিবিধ
৯১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন