একটি স্ট্যাটাস প্রসব করার পর বাঙ্গালীজাতির মন্তব্য
লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ০৫ অক্টোবর, ২০১৩, ০৬:১১:৫২ সন্ধ্যা
স্ট্যাটাসঃ ডান হাতে ব্যথা, তাই বাম হাতে এক গ্লাস পানি খেলাম, শান্তি লাগতেসে!
মন্তব্য ১- ওয়াও! দারুণ লিখেছেন!
মন্তব্য ২- আপনার শান্তি লাগছে দেখে আমাদেরও শান্তি লাগছে!
মন্তব্য ৩- রবীন্দ্র পরবর্তী যুগে এমন অসাধারণ লেখা আর পড়া হয় নাই! চালিয়ে যান!
মন্তব্য ৪- স্যালুট বস! শেয়ার দিলাম! এই লেখা শেয়ার না দিলে গুনাহ হবে!
মন্তব্য ৫- আপনি যে শুধু প্রাতিষ্ঠানিক পড়ালেখায় দুর্বল তা নয়, আপনি সাধারণ বাংলাতেও দুর্বল! তানাহলে আপনি জানতেন যে, পানি কেও খায় না, পান করে! স্ট্যাটাস বাংলায় দেয়ার আগে দয়া করে বাংলা শিখে আসুন প্লিজ! সারাদিন গান গাইলেও ইভা রহমান যেমন সঙ্গীতশিল্পী না, তেমনি অভ্র সফটওয়্যার পাইলেই আপনে স্ট্যাটাস লেখক না!
মন্তব্য ৬- গরীব মানুষ একফোঁটা পানি পায় না, আর সেখানে আপনি এক গ্লাস পানি আরাম করে খাচ্ছেন? কীভাবে পারেন ম্যান? গরীব মানুষের প্রতি কি আপনার একটুও দরদ নাই?আজিব!
মন্তব্য ৭- "বাম হাতে এক গ্লাস পানি খেলাম" এর দ্বারা বোঝা যায় আপনি পরোক্ষভাবে "বাম রাজনীতি" এর সাথে যুক্ত!
মন্তব্য ৮- আমাদের সুন্দরবনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র কইরা বন ধ্বংস কইরা ফালাইতাসে আর তুমি এইখানে বইসা পানি খাও শু*** বাচ্চা? থাব্রাইয়া তোর পানি বের করতেসি!
মন্তব্য ৯- সাকার বিচার শেষ হইয়া গেল, তুমি কিচ্ছু লিখলা না, আর এখন পানি খাওয়ার কথা লেখো, তুমি যে একটা উৎকৃষ্ট মানের ছাগু এইটা আজকে প্রমাণিত! হাহ হা... "লেঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড! মাইন্ড ইট!"
মন্তব্য ১০- হু ইজ "শান্তি" ডুড? নতুন গার্লফ্রেন্ড? কনগ্রেটস মাম্মা! ট্রিট কবে পাচ্ছি?
মন্তব্য ১১- পানি ডান হাতে খাও বা বাম হাতে, পানির গন্তব্য কিন্তু তোমার সেই পেটেই! এইটা নিয়া স্ট্যাটাস দেয়ার কোন মানে দেখিনা, বাম হাতে পানি খাইলে পানি যদি পেটে না গিয়া পিঠে যাইত, তাইলেও বুঝতাম!
মন্তব্য ১২- সব ঠিক আছে, কিন্তু ডান হাতে ব্যথা হইসিল কেন? কোন অপকর্ম করসিলেন? এখানে বলা যাবে না ইনবক্সে আলাপ করবো?
মন্তব্য ১৩- এক হাতে ব্যথা আর ওমনি আরেক হাত ব্যবহার শুরু করে দিলেন? দেশে যে ডাক্তার- হাসপাতাল নামক জিনিসগুলো আছে তা কি আপনারা ভুলে গেলেন মশাই? ডান হাতের জন্য কি করেছেন শুনি! এলোপ্যাথি ট্রাই না করে হোমিওপ্যাথি ট্রাই করেন।
মন্তব্য ১৪- ভাল লিখসেন ভাই, আমি ব্লকড, আমারে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান প্লিজ! আল্লাহ্র দোহাই লাগে!
মন্তব্য ১৫- আপনার এই স্ট্যাটাস পড়ে আমাদের যুবসমাজ তথা সমগ্র বাংগালী জাতি আজ নতুন এক দিশা খুঁজে পেলো । আপনাকে নোবেল পুরষ্কারে ভূষিত করার লক্ষ্যে আমি নতুন কমিটি গঠন করে দ্রুত পদক্ষেপ গ্রহন করে এ মহৎ কাজকে ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর নিকট আকুল বিকুল আবেদন জানাই ।
মন্তব্য ১৬- আপনি পানি পানের আগে "বিসমিল্লাহ" বলেন নাই, এর দ্বারা প্রমাণিত হয় যে আপনি একটা নাস্তিক!
মোরাল অফ দ্যা স্টোরি- বাঙ্গালি পারেও ম্যান! তিলকে তাল করতে তার জুড়ি নাই
(সংগৃহীত)
বিষয়: বিবিধ
১১১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন