সুন্দরবন নিয়ে ছাগলদের চেঁচামেঁচিতে বিভ্রান্ত হবেন না: শেখ হাসিনা

লিখেছেন লিখেছেন হতভাগা ০৫ অক্টোবর, ২০১৩, ০৬:৪০:১৩ সন্ধ্যা



05 Oct, 2013 সুন্দরবনের ক্ষতির আশংকায় বাগের হাটের রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মানের পদক্ষেপ বাতিলের দাবিতে আন্দোলনকারীদের 'ছাগল' বলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কুষ্টিয়ার ভেড়ামারায় ভারত-বাংলাদেশ বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

সুন্দরবন সম্পর্কে এদের ধারণা কতটুকু এমন প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, চেঁচামেঁচি করে এরা জনগণকে বিভ্রান্ত করতে চায়।

এসময় তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, দেশের জন্য ক্ষতিকর কোন কাজ শেখ হাসিনা করবে না।

তিনি বলেন, আমাদের পরিবেশ রক্ষার পাশাপাশি অর্থনৈতিন উন্নয়ন করাও দরকার।

রক্ত দিয়ে মানুষ এদেশ স্বাধীন করেছে এমন কথা বলে শেখ হাসিনা বলেন এই স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, ইতোমেধ্যেই দারিদ্রের হার কমানো হয়েছে এবং উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সরকার কাজ করছে।

উৎসঃ টাইমনিউজবিডি

বিষয়: বিবিধ

১৩৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File