সুখ ছোঁয়া প্রজাপতি
লিখেছেন লিখেছেন নাসিমা খান ১৩ আগস্ট, ২০১৩, ০৯:২৫:৩০ রাত
নাসিমা খান
চোখের পাতায় কেঁপে ওঠে শীতের শিশির,
ফড়িং এর মত ডানা মেলে শুভ্র আকাশে
বালিকা উড়ায় পাখা………………
ভৈরবের কুল ঘেষে কাশের বনে
দুলিয়ে বেণী পদ্ম পাতায় বালিকা ঘুমায়,
কলাই শীমের ক্ষেতের আইল ধরে
আলতা রাঙ্গা পা নাড়িয়ে মাড়িয়ে যায়
চোখের মাথা খেয়ে ……………
ঠোঁট উল্টিয়ে উপেক্ষা করে
অনুশাষণ………
নিষেধের বালাই তার পদচারনায়
পরাতে পারে না বেড়ী…………
আমি তার সবটুকু চিনি
তাকে দেখি আমার আয়নাতে
সুখ ছোঁয়া স্মরণের ঘরে………
আমার অস্তিত্ত্বে তার সোনালী পেলব
ঠিক যেন সুখ ছোঁয়া প্রজাপতি সুখ ।
রঙ্গিন পাখনা খুলে বহুদিন পরে
নুয়ে পড়া বয়সের কামনার ঘরে
নিশ্চিন্ত শান্তিতে ঘুমায়…………
আমার বালিকা বেলা ,প্রজাপতি সুখ ।
বিষয়: বিবিধ
১৪৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন