আবার কবে দেখা হবে ?

লিখেছেন লিখেছেন নাসিমা খান ১১ আগস্ট, ২০১৩, ০৯:৫৬:৫৭ রাত



আবার কবে অবসর হবে……নতুন চোখে

দেখবো তোমায় কাজীদের শিউলী তলে……

আর কি কোন দিন খোলা চুলে তুমি

বৃষ্টিতে ভেজাবে স্বপ্নালু দু'চোখ ?

তোমার আঁচল পবনের দোলায়

আমার মুখোচ্ছবি ঢেকে দিবে

ভালবাসার উচ্ছলতায়………।

আমি নব্যতার উন্মত্তায় জীবন উড়াবো

ময়ুরের পেখমের মত অপূর্ব সূখ স্বর্গে ।

ভেজা শিশিরে নগ্ন দুপায়ে

আলতা জড়ানো মোহনীয় মায়ায়

চঞ্চলতার পেলব মাখাবো কল্পনার শরীরে……

উর্বশীর মত যৌবনের স্নিগ্ধতা মেখে নেবো

ভালোবাসার গায়ে……

আবার হবে কি দেখা……

আবার কোন ঘোর সন্ধ্যায়……

খুব কাছাকাছি…তোমার ছোঁয়া……

লজ্জাবতীর মত আমার কুঁকড়ানো দেহপাতার

সবুজ ছাঁয়ায় ?

আর একবার ছুঁইয়ে দেখা……

আর একবার উর্বর শরীর,

না হয় ……

বাতাসের শরীরে আবারও ফাগুনের

সুবাস……

আবার হবে না দেখা ……কোন এক

অবসরে……তোমার ছোঁয়া দু'হাত এখনও

অবসরে চমকে ওঠে…

নিস্পলক আগের মতই

তোমার দু'চোখ জুড়ে বসন্ত দেখে ।

বিষয়: বিবিধ

১৫৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File