মানি না বিচার

লিখেছেন লিখেছেন নাসিমা খান ৩০ জুলাই, ২০১৩, ০৯:১০:২৯ রাত





বিষ নিয়ে আমার আচার

কামড়ে মারি, মানিনা বিচার ।

আমি দর্পী সাপের বিষ

দন্তে আমার নাগিণীর বাস

করি সদা নিস পিস,

ফনা তুলি আমি উর্ধ্ব

বিষ শুষে করি শুদ্ধ ।

দংশনে মারি, শত্রুর ভার

কামড়ে মারি, মানিনা বিচার ।।

কংকর রথে যাত্রা আমার

চলি রাজপথে, হয়েছি লাচার

রক্ত তৃষ্ণা বুকের খাচার

কামড়ে মিটাবো ,মানিনা বিচার ।

পিছনে অতীত, শক্ত সে ভীত

হাতের চুড়ি, হনন ফলা

কাফনের শাড়ী, কোটি কাফেলা

রুদ্ধ দ্বার, করবো বিকল

যতই রোষো, হবেযে বিফল ।

আমারে মারবে, মরন তার,

কামড়ে মিটাবো, মানিনা বিচার ।

বিষয়: বিবিধ

১১৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File