নিঃসংগতা
লিখেছেন লিখেছেন নাসিমা খান ২৯ জুলাই, ২০১৩, ১০:৫৮:৩২ রাত
হৃদয়ের তার ছিড়ে
স্বপ্ন পুঁড়ে ,
ভালোবাসার উৎপিড়নে উৎকর্ণ মন
শূন্যতার মাঝে খোঁজে
মৃদিত বাসর ।
বিবাগী মার্গ রচে পরকীয় সুখ ,
শুন্য ফ্রেমে আটা ভাগ্যলিপি
প্রত্যাশায় রচনা করে
মরীচিকা সুখ ।
কাঁটা ছেড়া কলিজার রক্ত পথে
স্মৃতিরা খেলে রোদ্র দ্বিপ্রহরে,
উত্তপ্ত পথে জমাট বাঁধে
রক্তের মত লাল বিরহ বসন ।
চারিদিকে নিঃশ্ব নিঃশ্বাসে কংকালের
বাস,
একা পথে, ছোপ রাখি ভাঙ্গা দুটি পায়ে
আলতা ছিলো না আকাশের বুক
পাতা নীলে-----
সবটুকু কালিমাখা
কালো কালো মেঘ-----
দূর দুঃখ বিলাসী কামনার শিষ -মৃদু ইশারাতে
ডেকে বলে চলে এসো
ভরাবো জীবন।
আমার প্রত্যাশার বীণ ভংগুর এখন
বিকল আশার পথে একাকী চারন ।
বিষয়: বিবিধ
৯৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন