গবেষণা
লিখেছেন লিখেছেন নাসিমা খান ২৬ জুলাই, ২০১৩, ১২:২৯:০৬ দুপুর
পৃথিবীতে গবেষনার তো বিষোয়ের অভাব নেই, গবেষক হতে গেলে অনেক কিছু বোঝার এবং বোঝানোর মত কলাকৌশলের দরকার ।জানা দরকার পৃথিবীর এসব উৎসের কারণ কেন এবং কিভাবে এসব উৎসের প্রবৃদ্ধি অথবা হ্রাস । কিন্তু আমরা গবেষনা করতে গিয়ে শুধু বর্তমান অবস্থার উপর অলোকপাত করি । সে চুরি করেছে , চোরের শাস্তি এবং মালিকের অর্থ ফেরতের সম্ভাবনাই থাকে আমাদের গবেষনার বিষয় বস্তু । কেনো চুরি করলো , কে তাকে চোর তৈরি করলো, কোন শুভো লগ্নে তার মনে লোভের জম্ন হয়েছিলো, লোভের বশবর্তী হয়ে সে এটা করেছে ? নাকি কোন রূপ প্রতি হিংসা তার ভিতর ছিলো ? প্রতি হিংসার কারণ কি ছিলো ? কেন তার মনে এরূপ প্রতিহিংসার জন্ম নিলো , এগুলো ভেবে দেখা একজন গবেষকের লিগ্যাল দ্বায়িত্ব ।
আমাদের দেশে আইনে এধরনের চিন্তার কোন স্কোপ নেই, আইনের কাছে মানবিক মূল্যবোধের কোন দাম নাই । একজন জাজ যখন মুখ চেয়ে বসে থাকে ম্যাজিস্ট্রেট কি সিদ্ধান্ত নিবেন তার উপর, সেখানে দোষী, দোষের কারণ তো আদৌ ভাববার বিষয় নয় ।
আর মানবিক চিন্তা তো দুরের বিষয় ।জজ সাহেব তার পিপির দিকে তাকান, ম্যাজিস্ট্রেটের দিকে তাকান, তারপর ঘস ঘস করে কলম মেরে দেন !!!!!!!
উকিলের বকবকানী শুনবেন কখন ? উকিলের রফা হয়েছে পিপির সাথে, অথবা যাদরেল ম্যাজিস্ট্রেটের সাথে । অথচ সিনেমা দেখতে বসলে অবাক হয়ে দেখবেন, এখানে কতপ্রকার জেরা, উত্তর প্রদান, ইওর অনার ইত্যাদি, ইত্যাদি ।
জজ সাহেবের চিন্তার মুখে কুলুপ আটা ।
তাই হঠাৎ গবেষকদের নিয়ে মাথায় কু বুদ্ধির উদয় হলো । সেদিন একটি বিষয়ের উপর একজনের থিসিস পড়তে যেয়ে আমার ভিমড়ী খাবার অবস্থা । আমি বাবা স্বল্প বুদ্ধির মানুষ , আদার ব্যাপারী হয়ে জাহাজের খবরের দরকার কি ?
কিন্তু জাহাজ যখন গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে -তখন তা সরাতে গেলেও তো কিছু না হোক কিছু বলের ক্ষয় তো হয় ?
আমি রেফারেন্স টানতে পারি সেক্সপিয়ারের ,অসুবিধা নেই, কিন্তু সেক্সপিয়ার কে ছিলেন ? কি করতেন? মাছ বিক্রি করতেন , না কি ভালো নাট্যকর ছিলেন ? কোন ধরণের নাটক তিনি রচনা করেছিলেন ? তার মঞ্চায়নের পদ্ধতি কি ছিলো এগুলো জানার দরকার মনে করেন কিনা ?
আমি কিন্তু একেবারেই সে সব জানি না, তাই গবেষনা তো দুরের কথা সে প্রসঙ্গো টানা আমার জন্য যুক্তি সংগত বলে আমি মনে করি না, মানুষের মনোজগত বড় বিচিত্র জগত । সে জগতের খোঁজ খবর আমার জানার প্রবল ইচ্ছা থাকা সত্তেও মন কি এ সমপর্কে জ্ঞানের অভাব আমাকে ভিখারী করেছে তাই মনের খোঁজ নিতে আমার দ্বারস্ত হতে হয় , মন নিয়ে যারা খেলতে পছন্দ করেন , তাদের কাছে । অত্যান্ত দুঃখের সাথে বলছি , আমার প্রত্যাশা আজও পূরোণ হলো না ।
তাই বিফল মনরথে নিজও কাজে আত্ম নিয়োগ করতে পারি না, কেবলই আমার ব্যর্থ প্রচেষ্টা আমার সামনে এসে ভীড় করে । আমার ভন্ড গবেষকের ভূমিকা আমাকে খুব জ্বালা দেয় ।
বিষয়: বিবিধ
১৪২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন