তুমি মুক্ত
লিখেছেন লিখেছেন নাসিমা খান ২৩ জুলাই, ২০১৩, ০৩:০৮:১৩ দুপুর
আমি কী বিভৎস কিছু, কিংবা বেদাত
আমাকে দর্শণে তুমি শোন পাপড়ির মত
নির্লিপ্ত হয়ে যাও,আমি তো স্বযত্নে সরে এসেছি
তোমার সুখ সাগরের নৈকট্য থেকে ,
তুমি তো আর ডেকেও পাবে না
তোমার দুহাতে আমার বিনম্র হাত,
আমার কপোলে তোমার স্নেহাস্পদ দু ঠোঁট,
আর কখনও পদ্মার তীরে আমার নির্মল প্রেম ।
আমার একাকীত্বের দহন, নির্বিকারে জ্বলবে
আমার হৃদয় সমুদ্রে,তবুও তোমার দুপায়ে
আমার ক্লান্ত দু'পা স্পর্শের সেতু রচনা করবে না
আর কখনও।
তোমার যাদুকরী মন্ত্র মায়া আমাকে বিমোহীত
করলেও ফিরবে না আর, কখনও আমার স্বপ্ন চোখ
তোমার দুচোখে ।
সন্ধ্যার অমৃত মায়াবী পথ, নিশুতী রাতে আমাকে
যতই কল্পনার সেতুতে বাঁধুক,
সে সেতু আমার কাল্পিক মনের অমোঘ বিধান,
ভাগ্যলীলার মতই আমার খেলা তার সাথে,
আমাকে পোড়ালে যত, তত যোজন দূরে আজ কষ্টের ঘর বেঁধে
আমার বসতের ঠিকানা ।
চাই না সিক্ততা আর ভালো বাসার উষ্ণতায়,
আমার দুহাতে সেদিন অমৃত ছিলো
তাই অবোধের মত সেদিন বোধন করেছিলে
আত্মার স্বাদ, আমিও ।
পৃথিবীর ইতিহাসে এত সুখের বীণ
কারো হাতেও বাজিনি কখনও ।
কারো হাতে চকলেটের স্বাদ এতো বিমোহীত
সুখ দিতে পারিনি আমায় ।
তবু আর কখনও স্বাধের বোধন হবে না সন্ধ্যার বাতাসে,
আমার শাড়ীর আঁচল
খেলবে না তোমার
শরীর জুড়ে,বাতসের হিল্লোলে
আমার ছবির ছায়া ছায়ার মত
চির ছবি হয়েই রইলো,
তুমি বিচরন কর আপন মহিমাতে
নিজস্ব ভুবনে,
বোধের উর্ধ্বে আজ আমার সকল জ্বালা । —
বিষয়: বিবিধ
১৭৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন