শেষের বেলা

লিখেছেন লিখেছেন নাসিমা খান ২১ জুলাই, ২০১৩, ১০:১৫:৪১ রাত





কে যেন ডেকে বলে সন্ধ্যা এলো

আমার দিবালিলা সাঙ্গো যে হোলো ।

ঘোর আঁধারের ঐ ছোট্ট ঘরে

বয়সের রশি ধরে টান যে মারে।

কাজ আছে , কাজ আছে কতই কবে

সারাদিন কাজ করে কিবা আর হবে ?

সংসারে সুখ নাই, সুখ নাহি পাবে

আঁধারের ঘরেতে কিবা বলো নিবে ?

এখন সময় হোলো সে ঘরে যাবার

গুছিয়ে নাও ওগো যা আছে দিবার ।

কত প্রেম ,কত সাথী , কত যে শপথ

দিনভর কত পাপ সবি যে বিপথ ।

আকাশের কত তারা, চাঁদেরও আলো

কবরের আঁধারেতে সবি যে কালো।

যুগ যুগ কত যে সে ঘরে রবে

এই ঘরের সবি যে বেকারই হবে ।

এখন অবর বেলায় তোমার জীবন

পূর্ণ হোলো না, তবু ছাড়ো এ ভুবণ ।

বিষয়: বিবিধ

১০৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File