বৃত্ত বিলাস মাত্র

লিখেছেন লিখেছেন নাসিমা খান ১৮ জুলাই, ২০১৩, ১০:০৯:২৫ রাত



নাসিমা খান

যাওয়া চটিতে,ফুটে যায় চোরা কাঁটা,

গোড় শুরের মত কলিজাতে খোচা লাগে,

নিষেধ সত্তেও তার কাটা বেড়া ডিংগিয়ে

চলে যায় সীমানা পেরিয়ে,

দখলের শর্ত থাকে না এতটুকু,

শুধু জানতে চাই সীমানার পরিধি,

বৃত্তের ব্যস নাকি ব্যর্সাধ

ছুয়ে আছে, পরিধি ঘেষে

কত সেন্টিমিটারের কম্পাস

ছুয়েঁ যাবে ইচ্ছাকে ,

কেন্দ্রের ভিতরে কতগুলি

কেন্দ্র আছে ,

ত্রিভুজের ভিতরে কতগুলো

অনিয়মের বৃত্ত আছে ।

চ্যাট অপশন শুধু একজনের জন্য ,

নাকি চুয়াল্লিশ হাজার বর্গ মাইল

ব্যাপ্তি ?

উত্তরের প্রত্যাশা নেই একবিন্দুও ।

তারপরও নিষেধের পাচিলের

মুখে বেহায়া চাবুক এটে

চরে যায সীমানা ছেড়ে .

কোথায় অনাবৃত সবুজ শস্য

ক্ষেত !

বিষয়: বিবিধ

১২৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File