পথের বার্তা
লিখেছেন লিখেছেন নাসিমা খান ০৪ জুলাই, ২০১৩, ১০:৪৫:০৪ রাত
পথ
পথের মাঝেই ইচ্ছে মত
ফেলতে পারি জল,
যা খুশি তাই বলতে পারি
নইতো আমরা খল ।
,
মুষ্ঠিতুলে মিছিল করি
হাকিয়ে গায়ের বল,
যেমন খুশি গুষ্টি মারি
আমরা জয়ীর দল ।
,
পথ কি তোর বাবার নাকি
খুড়িস পথের বুক?
আমরা হলো নাটের গুরু
পথেই পাতি মুখ ।
বিষয়: সাহিত্য
৯৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন