কালবেলা

লিখেছেন লিখেছেন নাসিমা খান ০৪ জুলাই, ২০১৩, ০৭:২৯:৫১ সন্ধ্যা



নাসিমা খান

আমার দুহাতে এখনও জাগে এক সমুদ্র বুক

কত নোনা জল গড়ালো ,

কত স্বপ্ন এলো মেলো

অস্পস্ট কিছু অনাবৃত রেখা ছাড়া

অথৈ হাতের অদৃশ্য তল

এখনও ডুবছে সাতারুরা নিমজ্জিত তাদের গলা ।।

বেনারসী শাড়িতে দেখেছি আঠারো করিডোর

হিজিবিজি কিছু মানচিত্রের অনাবৃত অবিকল

সোনপাপড়ির মত,

বেহায়া মিটার স্কেল দুমড়েমুচড়ে

পাঠখড়ির অনুলিপি আজ

তাই দেখিনা জ্যোতিহীন দৃষ্টি মেলে,

সব কিছু অন্ধকারের মত,

একদিন গভীর বিশ্লেষনে,আমার দু হাতদ্বিখন্ডিত হলো ।।।।।।।।।।।।।।।

বিষয়: সাহিত্য

১২৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File