অভিযোজন
লিখেছেন লিখেছেন নাসিমা খান ০২ জুলাই, ২০১৩, ০৭:০৮:৫১ সন্ধ্যা
প্রতিযশা কিছু মানবতা
অমর হবার
সিঁড়ি দেখিয়ে
মরিচিকার মত মুচকি হেসে-
বিকেলের পূব আকাশে আগুন
মেঘের দেশে ভেসে থাক্বে ।
আমার আমিত্ব পা পিছলে পড়ে,
দুরুহ শব্দ চয়নে,
না, না, বলে ফিরে আসা হয় না
অভিযোজন হয়ে গেছে তখন
বাতাসের গন্ধে ।
শান্ত সমুদ্র শীতের ছায়া ফেলে-
দর্শনার্থীর ভিড়ে নির্জনতা খোজে
নিবিষ্ট মনের দরজায় করাঘাত করে ।
চমকে ওঠা চনঞ্চল চোখের ব্যাপ্তি তখন শুধুই
তার হাত দেখে ,কখন দুহাতের
মাঝে জ্যোতিষির দুটি চোখ
সজাগ হয়ে ওঠে, আকাশের চাঁদ হবো বলে ।
ছুঁয়ে থাকা রাশি রাশি কালো হাত
তখনও স্পর্শ দিয়ে যায় বসন্তের
শিহরন সুখে ।
অভিকর্ষণে ঝুলে থাকি দোটানাইয়---
ওদিকে অমরত্ব হারাবার পথে ।
বিষয়: বিবিধ
১১৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন