আয়না নাটকের ইজ্জত আলী
লিখেছেন লিখেছেন নাসিমা খান ২৯ জুন, ২০১৩, ০৮:৪১:২৩ রাত
আমরা যারা একসময় বেতার বা রেডিও নির্ভর ছিলাম , তাদের অনেকেরই মনে থাকার কথা খুলনার আঞ্চলিক ভাষায় রচিত আয়না নাটকের মারাত্তোক সিরিকাস, বাইচান্সের কোন লাইসেন্স নেই,ইত্যাদি শব্দগুলো , আমি যখন ছোট মানুষ তখন এ না্টিকা টা খুব জনপ্রিয় ছিল ।যার মুল তিনটি চরিত্র ছিলো, ইজ্জত আলী ,সুরোত আলী এবং ময়না ভাবি । হঠা
ৎ সেদিন শুনলাম, ইজ্জত আলী মারা গেছেন ।খুলনা সাহিত্য মজলিস এর কোষাধ্যাক্ষ ছিলেন মোঃ আকরামুজ্জামান ওরোফে ইজ্জত আলী ।লোকটি সংগীত প্রিয় ছিলেন,ছিলেন খুব রসিক ,মানুষ। তিনি খুলনা বেতার থেকে প্রচারিত মাটিও মানুষসহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন, আক্কেল আলীর কথাও অনেকের মনে থাকার কথা ।সুরত আলীর অপকর্মের বিরুদ্ধে যার ছিল কঠিণ অবস্থান ।সেই আকরাম ভাই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ।।শুনে মনটা খারাপ করা ছাড়া আর কিছুই আমাদের করার থাকে না ।গতকাল ২৮ জুন তার মৃত্যু তে শোক সভা ও দোয়া মহফিলের আয়োজন করে খুলনা সাহিত্য মজলিস । আমার মনে হতে থাকে আজ কাল মরোণত্তোর সম্মনোনার ব্যাবস্থা একটা রেওয়াজ হয়ে গেছে । বেঁচে থাকতে এঁদের চোখে পড়ে না ।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথী ছিলেন একসময়ের খুলনার ডিপিইও ,বর্তমান লোক প্রশাসনের পরিচালক কাবিদুল ইসলাম আর সেই সুপরিচিত কন্ঠস্বর ময়না ভাবী অর্থাৎ বিশিষ্ট অভিনেত্রী বিনা মজুমদার । উপস্থিত ছিলেন কবি সৈয়দ আব্দুস সিদ্দিক এবং অনেক গুনীজন ।
আমরা মোঃ আকরামুজ্জামান অর্থাৎ ইজ্জত আলীর আত্মার মাগফেরত কামনা করি ।আল্লাহ তাকে বেহেস্ত নসীব করুন । আমিন ।
বিষয়: বিবিধ
১৯৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন