তোমাকে চাই,শুধু তোমাকেই চাই
লিখেছেন লিখেছেন নাসিমা খান ২৮ জুন, ২০১৩, ১০:৩২:৪৩ সকাল
চোখ দুটি ক্লান্ত তবু
তোমার প্রতিক্ষায়,
কালো রাতের আঁধার ঘুটে
তোমায় পেতে চাই ।
পাতানো সুখ ,দুহাত ভরা
দুচোখ ভরা পাপ,
বুকের ভিতর তোমার কথা
গুজরে দিল ষাপ।
যখন তখন মনের ঘরে
দিচ্ছো তুমি উঁকি,
সবটুকু আজ প্রেম বাসনা ,
নেইতো অধিক মেকি ।
যেথায় থাকো যেমন খুশি
দূরে তবু পাশে,
বুকের সাথে জড়াব প্রেম
অনেক ভালোবেসে ।
ঘুম কাতুরে চোখের স্বভাব
বিছানাতে ডাকা
রাত দুপুরে খামছে ধরি
আবল তাবল যাতা ।
কষ্ট যতই হোক না চোখের
তোমাকেই আজ চাই,
তোমার জন্য রাত্র জাগা
নতুন কিছু নাই .।.
বিষয়: সাহিত্য
১৮৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন