এখন আমি নিঃসঙ্গ
লিখেছেন লিখেছেন নাসিমা খান ০৯ জুন, ২০১৩, ০৮:৪৮:১৭ রাত
নাসিমা খান
এখন আমি অনেক দূরে
সবুজ ঘেরা গায় ,
তোমার আলো আমার বুকে
কোথায় খুঁজে পাই ?
কলেজ মাঠে তোমার চলা
এখন দেখি না ,
হৃদয় ছিড়ে ব্যাথার বাঁশি
ছড়ায় বেদনা ।
কণ্ঠ তোমার তেমন আছে
তেমন করেই হাসো ,
আমায় ফেলে অনেক দূরে
কারে ভালোবাসো ?
আকাশ জুড়ে মেঘের ভেলা
বাতাস ছুঁয়ে রই ,
তোমায় ছাড়া মন পাখিটা
একলা পুড়ে ক্ষয় ।
বিষয়: সাহিত্য
১৬১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন