I Don't Want To See Rose অন্তর্যামীই ভালো জানেন...!! Rose I Don't Want To See

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২২ মার্চ, ২০১৫, ০৭:৫০:৪৬ সন্ধ্যা



পার্থিব দৃষ্টি যেখানে অন্ধ, অন্তর্দৃষ্টি সেখানে চক্ষুষ্মান। যে অদৃশ্য গোপনের খোঁজ শুধুমাত্র একজনই রাখেন তিনি আমার অন্তর্যামী। নির্জনে জান্নাতী স্বপ্নে বিভোর সুপ্ত মনের তীব্র বাসনা থেকে সেখানে জন্ম নেয় প্রবহমান একজন মানুষের সুন্দর থেকে সুন্দরতরের দিকে অভিযাত্রা। যার জীবনের মূল আকর্ষণ প্রভূ ভাবনা এবং তাঁর সন্তুষ্টি অর্জন। তার জীবন-জীবিকা, চিন্তা-চেতনা ও সাধ্য-সাধনার স্রোতে মিশে থাকে অব্যক্ত অনুভূতি সারাবান তহুরার প্রস্রবণ। এই আত্মোপলব্ধি যে কী আনন্দের আর উপভোগের তা কালির আঁচড়ে ফুটিয়ে তোলা সম্ভব নয়!

এই অপরিসীম ভালোলাগার বোধোদয় সৃষ্টি হয়েছিল আমি যখন একাকীত্বকে সম্বল করে আমার মালিকের দিকে নিঃশর্ত প্রত্যাবর্তন করেছিলাম। একান্ত নির্জন নিরালায় পার্থিব জীবনের ব্যস্ততা, দুঃখ তাপ, হাসি আনন্দকে দূরে ঠেলে দিলের মধ্যে গেঁথে রেখেছিলাম শুধুমাত্র প্রভূ দর্শনের মোহমায়া। ভাবাবেগের অতল সমূদ্রে কতটা মুহূর্ত কেটেছে আমি জানিনা। তবে শীতল প্রাণ জানিয়ে দিয়েছিলো সেই প্রাপ্তির অমূল্য স্বাদ!

মানুষের ভীড়ে বেড়ে উঠা আমি হঠাৎ একসময় প্রভূর দয়ায় নির্জনতায় বসবাসের সৌভাগ্য জোটে আমার ললাটে। পাঁচটি বছর কেটেছে এমনিভাবে গভীর নিমগ্নতায়। প্রাথমিকভাবে যদিও এই পরিবেশের সৃষ্টি হয়েছিলো আমার ইচ্ছায় নয় সম্পূর্ণ প্রভূর দয়ায়। সপ্তাহে তিন দিন ৩৬ ঘণ্টার ফুল টাইম জব করা আর বাকী চারদিন নিজের ভূবণে একাগ্রতায় ডুবে থাকা। এটাই ছিল আমার সাধনাময় জগতের শান্তিপূর্ণ জীবন।

মাঝে মাঝে জীবন জীবিকার তাগিদে বাসার বাহিরে যেতে হতো। মিশতে হতো শুভাকাঙ্ক্ষীদের সাথে। কিন্তু মন তা মেনে নিতে অনীহা প্রকাশ করতো। কিছুতেই মন শান্তি খুঁজে পেতো না এসব পারিবারিক পরিবেশে। পরবর্তীতে সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদেরকে এড়িয়ে চলার চেষ্টা করেছি অনেকটা সঙ্গত কারণেই। তাদের সান্নিধ্যে গেলে প্রসঙ্গক্রমে পরচর্চা পরনিন্দার বিষয়গুলি চলে আসতো যা আমার ভীষণ অসহ্য লাগতো। এরপর অনেক অপবাদ সয়েছি। আমি একজন পাগল মহিলা এমন কথাও শুনেছি। কিন্তু তাতে আমার পরমানন্দ হতো।

আমার মোহ, চিন্তা, সাধ, একাগ্রতা এবং সাধনা তখন এতটা প্রবল ছিল যে তাদের অভিযোগগুলো শুনতেও আমার ভালো বোধ হতো না। কেবল মালিকের কাছে আমার প্রাণের সকল দুঃখ-বেদনা, আশা-আকাঙ্ক্ষার কথা উজাড় করে বলতাম। সে যে কী এক অভিভূত করা অনুভূতি ভুক্তভোগী এবং অনুরাগী মাত্রই জানেন। যা ছিল আমার জীবনের সত্যিই কল্পনাতীত, অচিন্তনীয় এবং অবিশ্বাস্য মূহূর্ত। প্রতিদিন তরজমাসহ কোরআন তেলোওয়াত করা, হাদিসের বই পাঠ করা, সপ্তাহে অন্তত দু’দিন রোযা রাখার পাশাপাশি কোন কোন দিন এক শত রাকায়াত নফল নামায আদায় করা হতো আলহামদুলিল্লাহ্‌।

তাছাড়া আমার অনেক দিনের পুরানো অভ্যাস যতটা সম্ভব সারাদিন জিকিরের মধ্যে থাকা। সেটা গৃহে, ভ্রমণে এবং কর্মস্থলে যেখানেই হোক না কেন। একদিন অনুভব করলাম আমার ক্বলব জিকির করছে আর আমি তা শুনতে পাচ্ছি। এভাবে ক্রমেই আমার অন্যান্য অঙ্গগুলোও জিকির করা শুরু করে দিলো। প্রায় প্রতিদিন সেই জিকিরের আওয়াজ আমি শুনতে পাই স্পষ্টভাবে আলহামদুলিল্লাহ্‌।

এরূপ ছোট ছোট অনেক অবিশ্বাস্য ঘটনা ঘটতে লাগলো আমার প্রাত্যহিক জীবনে। আমি জানিনা এর সঠিক পরিণাম বা পরিণতি। মাঝে মাঝে মনে হয় এসব ভ্রান্ত অলীক কিছু, আবার কখনো ভাবি পরীক্ষামূলক অন্য কিছু!!

নিজের অভিজ্ঞতার আলোকে এই আত্মোপলব্ধিমূলক লিখাটি আওণ রাহ’বারের ১৭ই মার্চ এর পোষ্টটি পঠন শেষে লিখতে অনুপ্রাণিত হয়েছি আলহামদুলিল্লাহ্‌। যদিও ইতিপূর্বে আমার মনে হয়েছিল বিষয়গুলো একান্তই আমার হৃদয়ে প্রচ্ছন্নভাবে গচ্ছিত থাকাই অধিকতর শ্রেয়। প্রভূর ভালোবাসায় আমার হৃদয়াবেগের বিপুল ভাব সৃষ্টির ক্ষেত্রে এর শুভত্ব কিংবা অশুভত্ব একমাত্র আমার অন্তর্যামীই ভালো জানেন!!



বিষয়: বিবিধ

১৫০০ বার পঠিত, ৩৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310505
২২ মার্চ ২০১৫ রাত ০৮:১৭
আবু জান্নাত লিখেছেন : আগে ফাষ্টু হই, পরে পড়বো............ গাজীকে ফেল করে দিলাম।
২২ মার্চ ২০১৫ রাত ০৮:৩৭
251505
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেল।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck

মাশাআল্লাহ্‌! আপনার উৎসাহব্যঞ্জক ও উদ্দীপ্তময় প্রথম উপস্থিতি ভীষণ মুগ্ধ করলো।
Happy Happy Happy Happy
জাজাকাল্লাহু খাইর।

Good Luck Good Luck Good Luck

310507
২২ মার্চ ২০১৫ রাত ০৮:২৫
দ্য স্লেভ লিখেছেন : প্রতিদিন তরজমাসহ কোরআন তেলোওয়াত করা, হাদিসের বই পাঠ করা, সপ্তাহে অন্তত দু’দিন রোযা রাখার পাশাপাশি কোন কোন দিন এক শত রাকায়াত নফল নামায আদায় করা হতো আলহামদুলিল্লাহ্‌।

তাছাড়া আমার অনেক দিনের পুরানো অভ্যাস যতটা সম্ভব সারাদিন জিকিরের মধ্যে থাকা। সেটা গৃহে, ভ্রমণে এবং কর্মস্থলে যেখানেই হোক না কেন। একদিন অনুভব করলাম আমার ক্বলব জিকির করছে আর আমি তা শুনতে পাচ্ছি। এভাবে ক্রমেই আমার অন্যান্য অঙ্গগুলোও জিকির করা শুরু করে দিলো। প্রায় প্রতিদিন সেই জিকিরের আওয়াজ আমি শুনতে পাই স্পষ্টভাবে আলহামদুলিল্লাহ্‌।

জাজাকাল্লাহ খায়রান। আমি এত আমল কখনই করিনি। যা করি টুকটাক কিন্তু আল্লাহকে ভয় পাই আর তাকে অনেক ভালবাসি। আর সামান্য পাথেয়কে নিয়ে প্রতিদান চাই বেশী কারন আমার আল্লাহ এরকমই। তিনি অতি অল্প ইবাদতেও বড় বরকত দিতে পারেন। আর যারা অনেক বড় মাপের তারা তো আল্লাহর থেকে পাবে অনেক বেশী। সবকিছু ছাপিয়ে আল্লাহর ক্ষমা,রহমত প্রাপ্ত হওয়াই আসল সফলতা। আল্লাহ যেন আমাদের আমলের দিকে না তাকিয়ে সামান্য এসব চেষ্টার দিকে তাকান এবং বিশাল পুরষ্কার দেন
২২ মার্চ ২০১৫ রাত ০৮:৪৬
251507
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট ভাই। সুন্দর বলেছেন। আপনার সাথে সহমত। আল্লাহ্‌ পাকের অনুগ্রহ ও করুণা ছাড়া শুধু এবাদত করলেই যে জান্নাতি হওয়া যাবে তার কোনই গ্যারান্টি নেই।

আল্লাহ্‌ যদি রহমত এবং বরকত দান করেন তাহলে অল্প ইবাদতেই আশাতীত ফল পাওয়া যাবে ইনশআল্লাহ্‌। যথার্থই বলেছেন।


বোনের জন্য বেশী বেশী দোয়ার দরখাস্ত রইলো।

Good Luck Good Luck Good Luck
অন্তরস্পর্শী দোয়া ও মন্তব্যের জন্য

জাজাকাল্লাহু খাইর।Happy Happy Happy Happy
310522
২২ মার্চ ২০১৫ রাত ০৯:০৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : সারাদিন ব্যস্ত ছিলাম, ব্লগে আসতে পারি নি। এসে আমার উদ্দেশ্যে প্রতিকমেন্টগুলো দেখার পর সর্বপ্রথম আপনার লিখাটি পড়লাম। ভাল লেগেছে, লাগে তা নতুন করে বলার কিছু নেই, তবু বলছি ভাল লেগেছে, সম্ভব ভাল!

তাদের সান্নিধ্যে গেলে প্রসঙ্গক্রমে পরচর্চা পরনিন্দার বিষয়গুলি চলে আসতো যা আমার ভীষণ অসহ্য লাগতো। এরপর অনেক অপবাদ সয়েছি। আমি একজন পাগল মহিলা এমন কথাও শুনেছি। কিন্তু তাতে আমার পরমানন্দ হতো।


আপনি ভুলে যান কেন, আল্লাহর রাসূলও পাগল বলে অনেক গালি শুনেছেন! আপনি যা করেছেন ঠিক করেছেন। আমাদের দাওয়াতী কাজ অবশ্যই করতে হবে, কিন্তু তা করতে গিয়ে যদি নিজের আমল আখলাক হালকা হতে থাকে, তাহলে সে পথে না যাওয়াই ভাল। তবে যখন মনে আপনার ইমান অনেক দৃঢ় হয়েছে, তখন আবার তাঁদের কাছে, তাঁদের দ্বীনের দাওয়াত দেওয়া অবশ্য কর্তব্য।

শেখ সাদী যথার্থই বলেছেন, 'সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ'। অতএব আপনি যা করেছেন ভালই করেছেন। কেননা সংগ মিশতে গিয়ে যদি সংগ দোষে পেয়ে বসে, তাহলে মিশার চাইতে নিজের ইমানের দৃঢ়তা রক্ষা করা কঠিন হয়ে পড়ে।

সপ্তাহে অন্তত দু’দিন রোযা রাখার পাশাপাশি কোন কোন দিন এক শত রাকায়াত নফল নামায আদায় করা হতো আলহামদুলিল্লাহ্‌।

আপনি আপনার স্বাভাবিক ইবাদত চালিয়ে যান, আপনাকে দেখে/শুনে নিশ্চয় অনেকে আপনার অনুকরণ করার চেষ্টা করবে।
আমি ছোটবেলা থেকেই রোজা রাখায় অভ্যস্ত হলেও ভীষণ কষ্ট হত, হাজার বার বলতাম, মা, আমার খুব ক্ষুধা লাগছে। কিছুদিন আগ থেকে একটা বিশেষ কারণে প্রতিদিন রোজা রাখতে শুরু করি, দেখি আমার একদম কষ্ট হচ্ছে না। সবাই জিজ্ঞেস করে কি জন্যো রোজা রাখি, আর পারি কেমন করে, আমাকে দেখে বিস্ময় বোধ করে। মজার ব্যপার হল, কয়েক দিন পরেই এক ভাই বলে, সালাউদ্দিন, ভোর রাতে আমাকে ডেকে দিও, আমিও রাখব, তবে কারো কাছে বলবানা, আমিও জানাতে চাইনি , কিন্তু ধরা পড়ে গেছি। তাই বলছি, আপনি আপনার স্বাভাবিক ইবাদত চালিয়ে যান, আপনাকে দেখে অনেকে প্রেরণা খুঁজে পাবে।

আমি জানিনা এর সঠিক পরিণাম বা পরিণতি। মাঝে মাঝে মনে হয় এসব ভ্রান্ত অলীক কিছু, আবার কখনো ভাবি পরীক্ষামূলক অন্য কিছু!!


আপনি আমার ফেসবুক ঘুরে এসেছেন, এটাও দেখেছেন নিশ্চয়, 'হজরত আবু হুরায়রা প্রতিদিন বারহাজার বার তাসবীহ পাঠ করতেন! তারপরেও কি বুঝতে সমস্যা বা জানতে সমস্যা হবে?
এসব ভ্রান্ত অলীক কিছু, আবার কখনো ভাবি পরীক্ষামূলক অন্য কিছু


আর নয়, দীর্ঘকায় কমেন্টে বিরক্তি আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
২২ মার্চ ২০১৫ রাত ০৯:১৮
251511
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া। অসম্ভব ভালো লাগলো আপনার জ্ঞানময় আন্তরিক বিশ্লেষণ, ব্যাখ্যা এবং উপদেশ।
মহান রাব্বুল আলামিন সকলের পবিত্র ও সুন্দর আকাঙ্ক্ষাগুলো পূর্ণ করার তাওফিক দিন। আমীন।Happy Happy Happy Happy

ক্ষমা কেন!! অনেক অনেক কৃতজ্ঞতা।
Good Luck Good Luck Good Luck
২২ মার্চ ২০১৫ রাত ১০:৪৪
251538
সন্ধাতারা লিখেছেন : আপনি আসলেই অনেক ধীমান। এতদিন শুনে এসেছি স্লিপ অব টাং!! আর এখন শুনছি !!
310555
২২ মার্চ ২০১৫ রাত ১০:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চিন্তা টুক করার চিন্তাও বোধহয় আমরা অনেকে করিনা।
২২ মার্চ ২০১৫ রাত ১০:৫৬
251541
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় সবুজ ভাইয়া। একটি বাক্যে জ্ঞানময় অনেক গভীর ম্যাসেজ রেখে গেলেন আলহামদুল্লিয়াহ। অসম্ভব ভালো লাগলো।
মহান রাব্বুল আলামীনের দরবারে আপনার জন্য প্রাণভরা দোয়া ও শুভকামনা রইলো।Good Luck Good Luck Good Luck Good Luck

ভালো থাকবেন খুব ভালো সবসময়।
Happy Happy Happy
310561
২২ মার্চ ২০১৫ রাত ১১:৩৫
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
মাশা-আল্লাহ, খালাম্মুনি আপনি তো দেখছি আখিরাতের কাজে অনেক অগ্রগামী। আল্লাহ তায়ালা আপনাকে আরো বেশি অগ্রগামী হওয়ার তাওফীক দান করুক। তবে খালাম্মুনি একটি অনুরোধ করবো, ইবাদতের বিষয়গুলো গোপন রাখাই ভাল। আল্লাহ তায়ালা এই ইবাদতের বদলা যদি দুনিয়াতে দিয়ে আখিরাতে শূন্য করে দেয়, তখনতো উপায় থাকবে না খালাম্মুনি। আমি তো সবসময় এই ভয় করি যে, আমার সামান্য ইবাদাত যা করছি একে তো ত্রুটিমুক্ত নয়, দ্বিতীয়ত কবুল হচ্ছে কিনা তাও শিউর নই, কিন্তু অন্যায় বা গুনাহ যে গুলো আমার দ্বারা হচ্ছে তা তো ১০০% গ্যারান্টি যে গুনাহ হচ্ছে অন্যায় হচ্ছে। এজন্য আমি অনেক অনেক আগের গুনাহর জন্য এখনো খুব ভয় করি। তাওবা করেছি, কিন্তু মাফ হয়েছে কি না তাতো জানি না। প্লিজ খালাম্মুনি দুঃখ পেলে মাফ করবেন। আপনার দুনিয়া ও আখিরাতের মঙ্গল কামনা করছি। জাযাকিল্লাহু খাইরান।
২২ মার্চ ২০১৫ রাত ১১:৫৫
251554
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় আংকেল। বরাবরের মত আপনার বিজ্ঞ মতামত, অনুভূতি, প্রেরণা, পরামর্শ এবং উপদেশ হৃদয় ছুঁয়ে গেলো।

আপনার সাথে আমিও একমত আর এটাও খুব ভালো করে বুঝতে পেরেছি আমি কী মহৎ উদ্দেশ্যে এসব বলেছেন। আমিও জানি সেই উদ্দ্যেশ্যে আমার আমলকে অন্যের সম্মুখে জাহির করা বা হালকা করার উদ্দ্যেশ্যে নয় বরং অন্য রকম নিয়্যতে এই লিখাটির অবতারণা। যা আমার মহামহিম অন্তর্যামীই শুধু জানেন!!

আমার জন্য দোয়া করবেন।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
আজকে কী আপনার ছুটি ছিল?
জান্নাতমণি কেমন আছে? Happy Happy Happy Happy Happy
২৩ মার্চ ২০১৫ রাত ০২:০২
251564
আবু জান্নাত লিখেছেন : আজকে সাপ্তাহের প্রথম দিনতো... অনেক ব্যাস্ত ছিলাম। হ্যা আলহামদু লিল্লাহ জান্নাত ভালোই আছে, নিয়মিত মকতবে ও স্কুলে যায়, রাতের বেলায় ঘুমাতে যেয়ে মোবাইলে ইসলামী সঙ্গীত শুনে শুনে মুখস্ত করে, ফোন করলে আমাকে শুনায়। আজা আমাকে শুনিয়েছে
"আজছে ছোট কাল বড় হব ঠিক
দ্বীনের আলো মোরা গড়বো চতুর্দিক।"
এটি রনাঙ্গণ শিল্পী গোষ্ঠীর একটি গানের কলি, আমার খুব আনন্দ লাগলো, জান্নাতের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এখক ঘুমাবো।
২৩ মার্চ ২০১৫ রাত ০৩:০১
251577
সন্ধাতারা লিখেছেন : জান্নাতের আনন্দময় খবরগুলো শুনে মনটা ভরে উঠলো আংকেল। সোনামণিটাকে সবসময় উৎসাহ দিবেন। ওর গজল ও ইসলামী গানগুলো মনোযোগের সাথে শুনবেন ও যেন মনের আনন্দে আরও বেশী বেশী শিখতে পারে।
আল্লাহ্‌ পাক জান্নাতি পাখীকে সর্বাবস্থায় ভালো রাখুন।
ভালো থাকবেন খুব ভালো সবসময়।
অনেক অনেক শুকরিয়া।
জাজাকাল্লাহু খাইর।
Good Luck Good Luck Good Luck Good Luck
310564
২৩ মার্চ ২০১৫ রাত ১২:৩০
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সত্যিই এক চমৎকার অনুভূতি। তবে এ ধরণের অনুভূতি একান্ত নিজের মাঝে আর প্রভুর মাঝে সীমাবদ্ধ রাখলেই নিরাপদ। প্রকাশ করলে শয়তান এর মাধ্যমে সব কিছু ধ্বংস করে দেয়ার রাস্তা খুঁজে পেতে পারে। কাজী নজরুল ইসলামের একটি গজল হয়ত জীবনে অনেক বার শুনেছেন। আরেক বার পড়ুন।
খোদার প্রেমের শরাব পিয়ে
বেহুঁশ হয়ে রই পড়ে
ছেড়ে মসজিদ আমার মুর্শিদ
এল যে এই পথ ধরে।।
দুনিয়াদারীর শেষে আমার
নামাজ রোজার বদলাতে
চাই না বেহেশত খোদার কাছে
নিত্য মোনাজার করে ।।
কায়েস যেমন লায়লী লাগি
লভিল মজনু খেতাব,
যেমনি ফরহাদ শিরীর প্রেমে
হল দিওয়ানা বেতাব,
বে-খুদীতে মশগুল আমি
তেমনি মোর খোদার তরে।।
পুড়ে মরার ভয় না রাখে
পতঙ্গ আগুনে ধায়,
সিন্ধুতে মেটে না তৃষ্ণা
চাতক বারি বিন্দু চায়,
চকোর চাহে চাঁদের সুধা,
চাঁদ সে আসমানে কোথায়
সুরুয থাকে কোন্‌ সুদূরে
সূর্যমুখী তারেই চায়,
তেমনি আমি চাহি খোদায়,
চাহিনা হিসাব ক’রে।।

জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।
২৩ মার্চ ২০১৫ রাত ০২:৪০
251571
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় ভাইয়া

আপনার মূল্যবান মতামত ও উপদেশ স্মরণে রাখবো ইনশআল্লাহ্‌।
বোনের জন্য প্রাণভরে দোয়া করবেন যেন ঈমানের সাথে শহীদি মৃত্যুকে বরণ করতে পারি।
নজরুল ইসলামের লিখা অতি প্রিয় গজলটি মনে করিয়ে দেয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
310571
২৩ মার্চ ২০১৫ রাত ০১:১২
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আপু সবার জীবনেই এমন কিছু টার্নিং পয়েন্ট থাকে। ব্যাপারগুলো এমন করেই হয়। আল্লাহ মানুষের মনকে হটাৎ করেই পরিবর্তন করে দেন যাদেরকে তিনি ভালবাসেন। আপু আমি ছোটকালে গান শিখেছি, অনেক প্রতিযোগীতায় আমি গান গেয়েছি, মুসলিম হিসেবে ইসলাম ভাল লাগত। মাঝে মাঝে নামাজ পড়তাম আবার ছেড়েও দিতাম কোরান পড়তে জানতাম কিন্তু অর্থ তো বোঝাই হয়নি সেই আমাকেই আল্লাহ হটাৎ পরিবর্তন করে দিলেন। এখন আমার খুব অবাক লাগে আমি কিভাবে গান ছেড়ে বেঁচে আছি? আপু হাদিসে এসেছে আল মাহদি(আঃ)ও প্রথম জীবনে খুব বেশি আল্লাহভীরু এমন হবেননা কিন্তু একদিন রাতে হটাৎ আল্লাহ তাকে দ্বীনের বুঝ দান করবেন, তার দায়িত্ব সম্পর্কে সচেতন করবেন। আপু ব্যাপারগুলো এভাবেই ঘটে আল্লাহ যাদেরকে ভালবাসেন তাদেরকে তিনি এভাবেই তার দিকে নিয়ে আসবেন। তাদেরকে বিপদে ফেলবেন যেন তারা তার দিকেই ফীরে আসে।
২৩ মার্চ ২০১৫ রাত ০২:৪৬
251574
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ্‌ আপনার অভিজ্ঞতার আলোকে জ্ঞানগর্ভ মন্তব্যটি পড়ে প্রাণটা জুড়িয়ে গেল একেবারে।
বোনের জন্য বেশী বেশী করে দোয়া করবেন।
ভালো থাকবেন খুব ভালো সবসময়।
অনেক অনেক শুকরিয়া।
জাজাকাল্লাহু খাইর।
310579
২৩ মার্চ ২০১৫ রাত ০১:৩৬
আফরা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আপু ।

আপু আমি তো কিছুই করিনা আপনার তুলনায় কি নিয়ে যাব আল্লাহর দরবারে আল্লাহ যদি আমাকে অনুগ্রহ না আমার কোন উপায় নাই । আপু আমার জন্য বেশী করে দুয়া করবেন আমি যেন আপনার মত ইবাদত করতে পারি ।
২৩ মার্চ ২০১৫ রাত ০২:৫৫
251576
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আফ্রাম্নি। মহান রাব্বুল আলামীনের দরবারে তোমার জন্য প্রাণভরা দোয়া ও শুভকামনা রইলো তিনি যেন তোমার সদিচ্ছা ও সুন্দর আকাঙ্ক্ষাগুলো পূর্ণ করার তাওফিক দেন।

পাপী তাপী আপুর জন্যেও তুমি বেশী বেশী করে দোয়া করবে।
ভালো থাকবেন খুব ভালো সবসময়।
অনেক অনেক শুকরিয়া।
জাজাকাল্লাহু খাইর।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
২৪ মার্চ ২০১৫ বিকাল ০৪:৪২
251859
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Broken Heart Broken Heart Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying
310591
২৩ মার্চ ২০১৫ রাত ০৩:৩৩
আব্দুল গাফফার লিখেছেন : মাসাআল্লাহ! পড়ে খুব ভাল লাগলো আপু অনেক শুভকামনা রইলো Good Luck Good Luck
২৩ মার্চ ২০১৫ দুপুর ১২:০৭
251604
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উৎসাহব্যঞ্জক ও উদ্দীপ্তময় প্রথম উপস্থিতি ও মন্তব্য ভীষণ মুগ্ধ করলো।
Happy Happy Happy Happy Happy
জাজাকাল্লাহু খাইর।
Good Luck Good Luck Good Luck Good Luck
১০
310853
২৪ মার্চ ২০১৫ বিকাল ০৪:৪২
২৪ মার্চ ২০১৫ রাত ১১:১৮
251959
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যাম্নি। খালাম্নির সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না বুঝি!!!Good Luck Good Luck

কেমন আছো?Love Struck Love Struck
তোমার জন্য প্রাণভরা দোয়া ও অনিঃশেষ শুভকামনা রইলো। Good Luck Good Luck Good Luck Good Luck

আমার জন্য দোয়া করিও।
২৫ মার্চ ২০১৫ সকাল ০৯:২৯
252000
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ওয়া-আলাইকুমাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.. Good Luck Good Luck না, আপনার সাথে রাগ করিছি আমি Crying Crying Crying আমার কোন খোঁজ খবরও নিচ্ছেন না তাই! Crying Crying Crying আপনার সাথে নো-কথা! Crying Crying Crying Crying @খালামুণি খাম্মুণি
২৫ মার্চ ২০১৫ বিকাল ০৫:২৪
252125
সন্ধাতারা লিখেছেন : তোমার খোঁজ নিতে গিয়ে পোষ্ট পর্যন্ত দিলাম!! তোমাকে হারিকেন দিয়ে আমি ও আওন্মনি কত খুঁজেছি তন্ন তন্ন করে!!!

Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
তুমি কি তার খোঁজ রেখেছো একটিবারের জন্য...!! Crying Crying Crying Crying Crying
২৫ মার্চ ২০১৫ বিকাল ০৫:৩০
252128
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : পোস্ট দিয়েছেন? কই? Crying Crying লিংখ দিন প্লীজ.... সেই পোস্টটা অবশ্যই পড়বো! Broken Heart Broken Heart
২৫ মার্চ ২০১৫ রাত ১০:৪৪
252175
সন্ধাতারা লিখেছেন : http://www.todaybd.net/blog/blogdetail/detail/6327/mbanu/62946
২৫ মার্চ ২০১৫ রাত ১০:৪৪
252176
সন্ধাতারা লিখেছেন : http://www.todaybd.net/blog/blogdetail/detail/6327/mbanu/62946
১১
310970
২৫ মার্চ ২০১৫ রাত ০২:৫৯
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপুনি! মন ছুঁয়ে গেলো চমৎকার লিখাটি! আমাদের জন্য খাস করে দোআর আবেদন জানাচ্ছি! জাযাকিল্লাহু খাইর! Good Luck
২৫ মার্চ ২০১৫ বিকাল ০৫:৩০
252127
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয়া আপুজ্বি।

Happy Happy Happy আপনার উপস্থিতি এবং অনুপ্রাণিত করা মন্তব্যে আমিও স্পন্দিত হলাম আপুনি।

অবশ্যই দোয়া করবো আপু!! এইটুকুই তো করতে পারি আর বেশী কিছু নয়।


Good Luck Good Luck আপনিও এই হতভাগী পাপী তাপী বোনটির জন্য দোয়া করবেন।
জাজাকাল্লাহু খাইর।
১২
311525
২৮ মার্চ ২০১৫ রাত ১০:০৮
এস এম আবু নাছের লিখেছেন : মাশাআল্লাহ!
২৯ মার্চ ২০১৫ বিকাল ০৪:০১
252711
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। আপনার সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

ভালো থাকুন আপনার জন্য অনিঃশেষ দোয়া রইলো।
১৩
311637
২৯ মার্চ ২০১৫ বিকাল ০৪:০৪
ছালসাবিল লিখেছেন : আপপু, আপনার লেখা পড়ে সাবাই শুধু কাদে কেনো Worried Crying কি যাদু আছে লেখায় Crying
২৯ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
252751
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। আপনি একটু কেঁদে বলে দেন ভাইয়া।Good Luck Good Luck Good Luck Good Luck
ভালো থাকুন আপনার জন্য অনিঃশেষ দোয়া রইলো।Good Luck Good Luck Love Struck Love Struck
৩০ মার্চ ২০১৫ সকাল ০৮:২৮
252811
ছালসাবিল লিখেছেন : আমি কাদবে কেন Smug আমার কি বউ হয়েছে Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File