২৭ মার্চ কাতার কুরআন সুন্নাহ পরিষদের পিকনিক
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২২ মার্চ, ২০১৫, ০৮:২৬:৫২ রাত
আল শামাল সিটি পার্কের প্রবেশ তোরণ।
২৭ মার্চ শুক্রবার কাতারে বাংলাদেশী প্রবাসীদের সংগঠন বাংলাদেশ কুরআন সুন্নাহ্ পরিষদ BQSP এর উদ্যোগে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আয়োজিত হতে যাচ্ছে বিশাল বনভোজন। এবারের আয়োজন আল- শামাল সিটি পার্কে।
প্রতিবারের নেয় এবারও নানা রকম খেলাধুলা এবং সাংষ্কৃতিক অনুষ্ঠান দিয়ে সাজানো থাকবে পুরো আয়োজন। থাকবে আকর্ষণীয় পুরষ্কার। দিনভর চলবে আনন্দ উল্লাস। পাশাপাশি থাকবে রকমারী মজাদার খাবারের সমাহার।
বনভোজনে শিশু , কিশোর,এবং বড়দের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আর মহিলাদের জন্যও আলাদাভাবে থাকবে সুব্যবস্থা এই সব আয়োজনের সুব্যবস্থা।
দূর প্রবাসে কর্মব্যস্ত জীবনে একটু অবসরের স্বাদ নিতে এই বনভোজনের আয়োজন করে কাতারের দিশাহারা মানুষের সত্যাগ্রাহীদের প্রিয় সংগঠন BQSP। এতে নানা পেশার প্রবাসী বাংলাদেশীরা অতিথি হিসেবে যোগদান করবেন।
কুরআন সুন্নাহ পরিষদ সূত্রে জানা গেছে, এবার প্রায় ৪ হাজার প্রবাসী এই বনভোজনে অংশ নেবেন।
বিষয়: বিবিধ
১০৯২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ ।
এতবড় পিকনিক এই দেশেও বোধহয় হয়না।
মন্তব্য করতে লগইন করুন