Bee Rose অবিশ্বাস্য অনুভূতি......! Rose Bee

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:৫৭:৩৭ বিকাল



সমূদ্রের উত্তাল ভালোবাসায় উছলে পড়া আনন্দের ঢেউ যেন আছরে আছরে পড়ছে সূর্যভেদী স্বপ্নের হৃদয়াকাশে আনন্দের অশ্রু হয়ে। জীবন সৈকতের আলো আঁধারির সুপ্ত উত্তপ্ত বেলাভূমির দিগন্ত রেখায় দাঁড়িয়ে অবিশ্বাস্য এই অনুভূতি শুধুই ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে অনিঃশেষ অনুভবে। প্রাণপ্রিয় পাঠক আপনাদের হয়তো স্মরণে আছে আমি “মনের গহীনে স্বপ্নের কলিরা” শিরোনামে একটি পোষ্ট লিখেছিলাম। যেখানে উল্লেখ করেছিলাম, আজ থেকে বার বছর আগে অতি দরিদ্র স্নেহবঞ্চিত ছোট ছোট মহিলা শিশুর জন্য ছোট্ট পরিসরে ইসলামী শিক্ষা দানের ব্যবস্থা, পরিধি ও বিস্তৃতি প্রসঙ্গে। যেখানে “প্রাণের কানন” এবং “জান্নাতি পাখীদের” বিষয়ে তুলে ধরেছিলাম আমার ক্ষুদ্র প্রয়াসের প্রশান্তিময় দিকগুলো। বলেছিলাম আমার কল্পনা বিলাসী, আবেগী এবং আশাবাদী ভাবনার সুখ দুঃখগাঁথা মনের কথামালা।



সুদূরপ্রসারী কল্পনার অলীক কলিরা আজ বিরাজিত সকল জীর্ণতাকে অপসারিত করে হাটি হাটি পা পা করে সম্মুখপানে এগিয়ে যাচ্ছে তার আপন মহিমায়। ইতিমধ্যেই সাড়া জাগানো এই উদ্যোগে প্রফুল্ল চিত্তে আমার মামাসহ অনেক নিকটাত্মীয়গণ সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করেছেন আলহামদুলিল্লাহ্‌। আজ যেন আমার কল্পনার চাওয়াগুলো অভাবিত এক বাস্তব স্বপ্নের নাম। ক্ষুদ্র ত্যাগ আর আন্তরিক প্রচেষ্টায় অসাধ্য সাধন করা যে সম্ভব আমার ছোট্ট স্বপ্নের স্বর্গীয় বাগানটি তার উজ্জ্বল উদাহরণ যেন। যার স্বর্গীয় ছোঁয়া বাস্তবস্পর্শী হচ্ছে সকল শ্রেণীর মানুষের মনের মণিকোঠায় অতি ধীরে ধীরে।



এটি অবিশ্বাস্য অনুভূতি কিন্তু একশত ভাগ সত্যি। যে অনুভূতি শুধুই অনুভব করা যায় আত্মার অতল গভীরে। আমার কল্পনার আল্পনাগুলো আজ তাই চারিদিকে ফুলে ফুলে শোভিত হচ্ছে হাছনা হেনার সুরভিময় সুগন্ধে। পুস্পিত এই কাননের সুগন্ধি কেমন করে যেন দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে, যা আমার মত অনেককেই করেছে বিস্মিত, বিমোহিত এবং আন্দোলিত। মাঝে মাঝে কেবলি মনে হয়, হৃদয়পটে যখন কোন পরিশুদ্ধ চিন্তায় মানব প্রেমের অনিঃশেষ মুহাব্বত ও ভালোবাসা জমে জমে আত্মার শক্তি মূলে প্রাণ সঞ্চার করে, তখন অসম্ভব চাওয়াও সম্ভবে রূপান্তরিত হয়। মহান রাব্বুল আলামীন স্বয়ং তাঁর সকল করুণা ঢেলে দেন অকাতরে আত্মার একান্ত প্রত্যাশার শক্তিমূলে।

অপ্রতিরোধ্য মানব প্রেমের কল্পনায় যে অসাধ্য আল্পনা আমি এঁকেছিলাম একদিন আমার মনের গহীনে, সেই ক্ষুদ্র প্রাণ কানন এখন জমে উঠেছে জান্নাতি মেলায়। জান্নাতি পাখীদের ভীড়ে এখন সর্বস্তরের মানুষও যুক্ত হয়েছে এক অদম্য প্রাণোচ্ছাস নিয়ে। ইসলামী শিক্ষাদানের পাশাপাশি তাই রুটিন করে বয়ানসহ বিভিন্ন কর্মসূচী সম্পৃক্ত হয়েছে। আর এই দ্বীন প্রচারে স্বতঃস্ফুর্তভাবে শরীক হচ্ছেন অনেক দয়াশীল, মহানুভব, মহৎপ্রাণ ইসলামী স্কলারগণ। ইতিমধ্যেই ভারতের দিল্লীসহ অনেক দেশের প্রতিনিধিরা এসেছেন নিয়মিত প্রোগ্রাম করার জন্য। সকল বাধা পেরিয়ে তিল তিল করে গড়ে তোলা এই স্বর্গীয় পরিবেশের পরশে বিগলিত প্রাণ আজ আমার স্নেহময়ী মা। যিনি অক্লান্ত মেহনত ও হৃদয়ের সবটুকু মমতা ঢেলে প্রাণের কাননকে করে রেখেছেন সদা সহাস্য আলোকময়। তাঁর অপরিসীম আনন্দে ভরপুর গলার স্বর আমাকে এনে দেয় অমূল্য এক বার্তার অভিভূত করা স্বাদ। মুহূর্তেই চোখ বুজে হারিয়ে যাই আমার স্বপ্নের জগতে। অনুভব করি আমার আত্মার অস্তিত্ব ও এক নৈসর্গিক প্রেমানুভূতি যা সত্যিই অবিশ্বাস্য অনুপম।

সেইসাথে পূর্বের পোষ্টে আপনাদের সকলের নিখাদ দোয়ার বরকতে ও জান্নাতী আবহে রেখে যাওয়া অকৃত্রিম দরদভরা মন্তব্য, উপদেশ ও অতুলনীয় হৃদয়স্পর্শী অনুভূতি এই কর্মে এক অভূতপূর্ব সংযোজন। কেউ আগ্রহী হয়েছিলেন দ্বীনি প্রতিষ্ঠান গড়তে, আবার অনেকেই অন্তরের অন্তঃস্থল থেকে দু’হাত তুলে প্রার্থনা করেছেন আল্লাহ্‌পাকের কাছে এ উদ্যোগকে বাড়িয়ে দেয়ার জন্য যা অচিন্তনীয় অনুভূতির এক পরম পাওয়া। মহান দয়াময় সকলকেই এই হৃদয় নির্গত ভালোবাসার জন্য কবুল করুণ ও উত্তম পুরুস্কার দান করুণ। আমীন।



বিষয়: বিবিধ

১২৭৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305207
১৯ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সুন্দর সমাজের জন্য সুন্দর মানসিকতা নিয়ে কাজ করলে সমাজ পরিবর্তন হবেই হবে। আপনার এবং আপনাদের মহত কাজ আল্লাহ কবুল করুন ,,আমীন
১৯ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০৯
246905
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ শাহীন ভাইয়া। আপনার সাথে সম্পূর্ণরূপে একমত ভাইয়া। সাধ্যমত আন্তরিক প্রচেষ্টা নিয়ে সমাজ পরিবর্তনে এগিয়ে আসলে পরিবর্তন দ্রুত ও সহজসাধ্য হবে ফলে সমাজ হবে শান্তিময়।
আপনার মূল্যবান অসাধারণ শিক্ষণীয় লিখাটির জন্য বারাকাল্লাহু ফিক।
আপনার হৃদয়স্পর্শী দোয়ায় আমীন।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
305210
১৯ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৩৫
মামুন লিখেছেন : আপনার মনের সুন্দর ইচ্ছেগুলো আল্লাহপাক বাস্তবায়নে সর্বোতভাবে সাহায্য করুন-আমীন।
অনেক ভালোলাগা রইলো পোষ্টটিতে।
জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Rose Rose Good Luck
১৯ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:১৪
246906
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ মামুন ভাইয়া। আপনার আন্তরিক অসাধারণ দোয়াটি যেন মঙ্গলময় কবুল করেন। আমীন। ছুম্মা আমীন।
আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরনাময় সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য বারাকাল্লাহু ফিক।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
305227
১৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:০৯
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।
"হৃদয়পটে যখন কোন পরিশুদ্ধ চিন্তায় মানব প্রেমের অনিঃশেষ মুহাব্বত জমে জমে আত্মার শক্তি মূলে প্রাণ সঞ্চার করে, তখন অসম্ভব চাওয়াও সম্ভবে রূপান্তরিত হয়। মহান রাব্বুল আলামীন স্বয়ং তাঁর সকল করুণা ঢেলে দেন অকাতরে আত্মার একান্ত প্রত্যাশার শক্তিমূলে।" খুব সুন্দর লিখেছেন। ভাল লেগেছে। অসংখ্য ধন্যবাদ।
২০ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:০০
246996
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। বরাবরের মত আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরনাময় সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য বারাকাল্লাহু ফিক।
305259
২০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৩৩
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। আপনার জন্যে দোয়া রইলো
২০ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:০২
246997
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। আপনার মূল্যবান উপস্থিতি ও সুন্দর দোয়া রেখে যাওয়ার জন্য বারাকাল্লাহু ফিক।
305269
২০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:৪৯
বাকপ্রবাস লিখেছেন : আপনার জন্য আল্লাহ তার নির্ধারিত পুরষ্কারটা যেন দ্বিগুন করে দেয়, আর আপনার মতো আরো অনেকে যেন এগিয়ে আসে একটা সুস্থ সুন্দর পৃথিবী নির্মানে
২০ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:০৪
246998
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। আপনার মূল্যবান উপস্থিতি ও মর্মস্পর্শী সুন্দর দোয়ায় আমীন। আপনার জন্যও প্রাণভরা দোয়া রইলো।
জাজাকাল্লাহু খাইর ভাইয়া।
305276
২০ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:১৯
কাহাফ লিখেছেন :
চির কল্যাণের সমুহ সম্ভাবনা ছড়িয়ে দিতে আপনার আন্তরিক উদ্যোগ করুণাময় আল্লাহ সর্বোতঃ সফল করুন-এই দোয়া সব সময়ই!
এর বিনিময়ে যথার্থ প্রতিদানও অবশ্যই আল্লাহ দিবেন-এই প্রত্যাশাও!!
কাযাকুমুল্লাহু তায়ালা খাইরাল জাযা-ই!!
২০ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:০৭
246999
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ কাহাফ ভাইয়া। আপনার মূল্যবান উপস্থিতি ও মর্মস্পর্শী সুন্দর দোয়া বরাবরের মতই প্রাণ ছুঁয়ে গেল। আপনার জন্য প্রাণভরা দোয়া আমার অবিরত।
জাজাকাল্লাহু খাইর ভাইয়া।
305321
২০ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:১২
আফরা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপু ।

আপু আল্লাহ আপনার প্রচেষ্টাকে কবুল করে দুনিয়া ও আখিরাতে আপনাকে সফলতা দান করুন । আমীন ।

আপু ছবি দুটো কি আপনার প্রকল্পের বাচ্চাদের ?
২০ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:১১
247000
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আফ্রাম্নি। তোমার প্রাণ জুড়ানো দোয়ায় আমীন।
না আফ্রাম্নি। ছবি দিতে ইচ্ছে করে কিন্তু পরিবেশ ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় আপাততঃ বিরত থাকছি। প্রেরনাময় সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য বারাকাল্লাহু ফিক।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
305467
২১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৫৬
প্রবাসী মজুমদার লিখেছেন : এভাবে আমরা সবাই যদি এগিয়ে আসতে পারতাম, তাহলে বাংলাদেশে কোন পথ শিশু থাকতনা। আপনার এ শুভ উদ্যোগ অন্যর জন্য হোক উতকৃষ্ট উদাহরন। সত্যিই চমতকার। ধন্যবাদ।
২১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৩২
247151
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ বিদ্রোহী ভাইয়া। যথার্থই বলেছেন আপনি। আপনার মূল্যবান হৃদয়ছোঁয়া অভিব্যক্তি সত্যিই অনেক প্রেরনাময়।
আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File