পণ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এটা কি দেশের সম্পদ নয়? এতে কি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি না?

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:৪৭:৫০ বিকাল

পণ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এটা কি দেশের সম্পদ নয়? এতে কি আমরা

ক্ষতিগ্রস্ত হচ্ছি না?





বিষয়: বিবিধ

৮৯৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305209
১৯ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৩৩
হতভাগা লিখেছেন : দুর্বৃত্তদের অবিলম্বে ধরা হোক
305214
১৯ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:২৫
সজল আহমেদ লিখেছেন : অবশ্যিই হচ্ছি ।দুর্বৃত্তদের ধরে জেলে পুরে দেয়ার দাবী জানাই ।আর আলীগের অবিলম্বে পদত্যাগ চাই তারা গদি থেইকা নামলে এই পরিস্থিতি নিয়ন্ত্রনে আসবো ।
305216
১৯ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৫৯
সাদাচোখে লিখেছেন : স্যেকুলার পড়ালিখায় শিক্ষিত মানুষের ডিসিপটিভ সেন্স এ এটা দেশের সম্পদ বৈকি।

প্রাকটিক্যালী এটা দেশের সম্পদ নয়।

স্বভাবতঃই আমরা দেখি এমন ট্রাক পোড়ার অজুহাত এ হাসিনা গদি কামড়ে থাকতে পারছেন।

খালেদা হাসিনাকে নির্ঘুম রাখতে পারছেন।

ট্রাক এর মালিক এক্সট্রা প্রফিট করতে পারছেন।

পেট্রোলবিক্রেতা অতিরিক্ত পেট্রোল বিক্রিত করতে পারছেন।

টোকাই এক্সট্রা আয় রোজগার করতে পারছেন।

সাধারন মানুষ চাকুরিতে ফাঁকি দিতে পারছে, কম প্রোডাকশান দিয়েও পার পেয়ে যাচ্ছে।

আর বাংলাদেশকে যারা লুটেপুটে খাচ্ছে - তারা তাদের দাবার চাল এর রেজাল্ট দেখছে ও বিমোহিত হচ্ছে।

সুতরাং একটা জলন্ত ট্রাক দেশের সম্পদ হতে যাবে কোন দুঃখে - এটা আলোচ্য বিষয়ই নয় (যেমন সংলাপ) - বরং তা অনেকের আয় রোজগারের মাধ্যম, অনেকের শক্তিমত্তা প্রতিপন্ন করার উপাদান আবার কারো জন্য কান্নাকাটি করে গদিতে থাকার কার্যকর ঔষধ।
305242
১৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:২০
রক্তলাল লিখেছেন : তুই তোর হাসিনা মা রে বল এসব বন্ধ করতে।

এবং সরকার জনগণের হাতে ছেড়ে দিতে।

নাইলে তোরে খুইজা পিটামু যখন তোর মা হাসিনা পালাবার পরে।
BALএর ভুজুং ভাজুং করতেছস।
305274
২০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:২৭
তায়িফ লিখেছেন : যে দেশে কথা বলা যাবে না। যখন তখন বিনা বিচারে মানুষ মারা হয়, সে দেশে সম্পদ দিয়ে কি হবে। শুধু হায় হায় আর বিরোধী দলকে দোষারুপ না করে গণভবন ঘেরাও করেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File