মমতাময়ী মা
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:৩৭:১৫ বিকাল
স্বর্গ বুকে দয়ার স্রোত
অন্তরদর্শী মা,
অমাবস্যায় চাঁদের আলো
সদ্য পূর্ণিমা।
অশ্রুর মুক্তোগুলো
ঝরে যাতনায়,
হৃদয়ের অনুরাগে
রাঙিয়ে দিয়ে যায়।
বিষণ্ণ বাগিচায়
তারাগুলো খসে যায়,
দোয়া দিয়ে ভরে দাও
স্বপ্নচাঁদ ব্যঞ্জনায়।
প্রাণের ভাঁজে সকাল সাঁঝে
জীবনে জ্বালালে বাতি
সপ্ত সিন্ধু সাগর পাড়ে
মুগ্ধ তাই সদা আঁখি।
অন্ধকারে আলোর প্লাবন
আমার মা চন্দ্র গগণ,
মিষ্টি বুকে অমর তোরণ
মহান প্রভুর অশেষ দান।
স্নেহের ছায়ায় অশেষ মায়ায়
ছুঁয়ে ছুঁয়ে যায়
পুঞ্জীভূত শান্তি মেঘ
ডাকে ইশারায়।
খরতাপের দ্বিপ্রহরে
অমিয় তুমি স্বর্গ সুধা,
মধুর নহর বক্ষে ঢেলে
লুকিয়ে রাখো নিজের ক্ষুধা।
মা তুমি এই ধরাতলে
খোদার শ্রেষ্ঠদান,
মধুমাখা স্ফুরণে
জুড়িয়ে দাও প্রাণ।
ডুবন্ত তরীর মরণ দোলায়
কেটে গেছে বহু নিশি,
এ জগতে স্বর্গ তুমি
তুমি আমার পুণ্য শশী।
বিষয়: বিবিধ
১৫৪৮ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহান রাব্বুল আলামীন আপনিসহ আমাদের সকলকেই ক্ষমা করুণ এবং সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো।
অনেক ধন্যবাদ
বোনের জন্য দোয়া রাখবেন।
"স্বার্থ বিহীন এতো ভালবাসা_
দেবে কে মায়ের মতন?
স্বার্থের আঘাতেই সব কিছু_
ভাংগে তবু-মা-ই তো আপন!
মায়ের স্নেহের বুঝি নেই তুলনা!!!"
মায়ের এই গান টাই মনে পড়ল!!
আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরনাময় সুন্দর ব্যতিক্রমধর্মী অনুভূতি সবসময় আমার কাছে অনেক অনেক শিক্ষণীয়। এটিও তাদের মধ্যে একটি। আপনার প্রতি কৃতজ্ঞতা। বারাকাল্লাহু ফিক।
মুহতারাম লজিকাল ভাইছা আপনাকে খুজছিলেন! আপনার ফেবু আইডি আছে কি-না জানতে চান উনি! সম্ভব হলে জানাবেন!
আর আপনার মন্তব্যের প্রতিউত্তর উৎসাহী করলেও স্বীয় দৈনতায় .....!
আল্লাহ আপনাদের যথার্থ কল্যাণময় প্রতিদান দিন!আমিন!!
আমি ফেবু আইডি দিতে অক্ষম বিধায় আন্তরিকভাবে দুঃখিত ও লজ্জিত ভাইয়া। আশাকরি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন খুব ভালো সবসময়। দোয়া রইলো।
আপনার হৃদয়স্পর্শী দোয়ায় আমীন।
শ্রদ্ধেয়া আপুজ্বী! আপনার প্রতি শ্রদ্ধাময় ভালবাসা আপনার সুন্দর লেখনী ও উপস্হাপনার জন্যে!অন্তর থেকেই আপনার-আপনাদের জন্যে দোয়া থাকে আমার! আপনি এভাবে বললে খারাপ লাগে! 'সম্ভব হলে' বলে আমিই তো শর্তযুক্ত করে দিয়েছি! এর জন্যে আপনি কেন 'দুঃখিত'বলবেন? বরং বিব্রত করায় আমি আন্তরিক ভাবে দুঃখিত!
আমার জন্যে দুয়া করবেন বোন আমার!!
বারাকাল্লাহু ফিক।
ভালো থাকবেন খুব ভালো সবসময়। দোয়া রইলো।
ধন্যবাদ
মূল্যবান অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর ভাইয়া।
মন্তব্য করতে লগইন করুন