ভয়?আশা?
লিখেছেন লিখেছেন রাহমান বিপ্লব ১৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:২৯:১০ বিকাল
আমি বহু পথ হেঁটেছি
পর্বত ডিঙ্গিয়েছি নিজের জন্য
নিজের রুজির জন্য অনেক কষ্ট সয়েছি...
সে পথ...
সে পর্বত...
সে কষ্ট... শেষে অর্জিত-
পানির প্রতিটি ফোঁটা আমার রক্ত কণিকায় বয়ে গেছে...!!!
কী শীতল পরশ যে প্রতিটি ফোঁটার!
কী অনন্য সে পাওয়া!
'যখন, কুরআন পড়ে, শিখেছি হে রব!'
আমি বহু পথ হাঁটতে আগ্রহী
বহু পর্বত ডিঙ্গাতে ভয় করিনা
আগ্রহ লালন করি, নিজের চিরো আনন্দের জন্য...
সে পথ...
সে পর্বত...
সে কষ্ট গুলো... শেষে
যদি পাই একফোঁটাও হাউজে কাউসার...!!!
আশা দিয়েছ তুমি মা'বুদ, তোমার রাসূল...!
গোলাম আযম, নিজামিরা হারেনা তাই!!
৩০/১০/'১৪
বিষয়: বিবিধ
৮৮২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সে পর্বত...
সে কষ্ট গুলো... শেষে
যদি পাই একফোঁটাও হাউজে কাউসার...!!!
মন্তব্য করতে লগইন করুন