ভাল লেখক হতে হলে চাই - ভাল পাঠক।

লিখেছেন লিখেছেন মহিউডীন ১৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:৪১:১১ বিকাল

সেই ভাষা আন্দোলন ১৯৫২ স্মরন করিয়ে দেয় অগ্রজ বরকত, সালাম, রফিক, জব্বার, শফিউরকে।ভাষা আন্দোলনে তারা রক্ত দিয়েছে যেন কেউ জন্মভূমির ভাষা কেড়ে নিতে না পারে।তারই ধারাবাহিকতায় ১৮ বছর পর ১৯৭১ সালে আমরা অর্জন করলাম আমাদের স্বাধীনতা।ভাষা আন্দোলন থেকে আজ ৬৩ বছরে পা দিয়েছে কিন্তু মানুষ ভুলেনি তাদের।বছরে একটি মাস আসে ফেব্রুয়ারি এবং তার প্রতীক্ষায় থাকে লাখো মানুষ।তার পর স্তব্ধ হয়ে যায় মানুষের চেতনা।আশির দশকের গোড়ার দিকে কলকাতায় ইংরেজ আমলের আইসিএস অন্নদাশঙ্কর রায় যিনি বাংলা ভাষার অন্যতম একজন লেখক ছিলেন এবং তিনি একটা কথা বলেছিলেন, যে হারে ইংরেজি মাধ্যমের স্কুল, কিন্ডারগার্টেন গড়ে উঠছে, তাতে মূল বাংলা ভাষাটাই একদিন হুমকির মুখে পড়বে। অত্যন্ত বেদনার সাথে বলতে হয়, আমাদের এক শ্রেণির লোক দেশে গড়ে উঠেছে ,যারা বাংলাকে এড়িয়ে চলে, অবজ্ঞা করে।তারা এখন ছেলেমেয়েদের শিশুবয়সে কিন্ডারগার্টেনে পাঠান যাদের পিঠে থাকে বই এর বস্তা।যে শিশুটি এখনো নিজেকে বুঝে উঠতে শিখেনি সে কুঁজো হয়ে যায় বই এর চাপে।তার পর একটির পর একটি গৃহ শিক্ষক যেন কোন ফুরসৎ নেই তার।একটু চটপটে ইংলিশ বললে পিতামাতা যত খুশি হয়, প্রান্জল ভাষায় বাংলা বললে তাদের মন ভরে না।আমার মনে পড়ে কয়েক বছর পূর্বে জেদ্দায় ইংলিশ মিডিয়ামের চতুর্থ শ্রেনীর একটি শিশু অতিথিদের সামনে তার পিতাকে কোন একটি প্রশ্নের উত্তরে বলেছিল 'ইউ আর ভাষ্টার্ড'।সে ব্যাবসায়ি পিতাটি হেসেছিল বুঝে অথবা না বুঝে।আমাদের সমাজে ইংরেজি শিখার চরিত্রটি অনেকটা এরকমই। আমার অনেক বন্ধু বলেন যে, দাপ্তরিক কাজ চালাতে নাকি ইংরেজি যত স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারেন, বাংলায় তা পারেন না। জিজ্ঞেস করেছি- কারণ কী? জবাবে জানলাম, বাংলায় আকার, একার, হ্রস্ব-উ, দীর্ঘ-উ, য-ফলা, রেফ, হসন্ত ইত্যাদি এত সব আলতু-ফালতু জিনিস আছে যে মেজাজ খারাপ হয়ে যায়। আমি তাদের বলি , আসলে তোমাদের এ দেশে জন্ম নেওয়াটাই ভুল হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় ফিরে এসেছিলেন বিপুল মনরোথ হয়ে। রবীন্দ্রনাথ ও 'গীতাঞ্জলি'র জন্য ডাব্লিউ বি ইয়েটসের সাহায্য নিয়েছিলেন।আমরা ইংরেজি ভুল লিখলে বা বললে যতটা লজ্জা পাই, মাতৃভাষাটা লিখতে বা বলতে ভুল করলে দোষ দিই ভাষাটার।মায়ের ভাষাকে হৃদয়ের গহীনে স্হান দিলে ভাব যেভাবে প্রসারিত করা যায় তা কি যায় অন্য কোন ভাষায়?

প্রতি বছর একুশের বই মেলা আসে আর দীর্ঘ হতে দীর্ঘতর হয়

বইয়ের স্টল আর উপচেপড়া জনসমাগম দেখলে মনে হয় আমরা সবাই বইপ্রেমি।কিন্তু আমরা কি কোন পরিসংখ্যান নিয়েছি যে গত ৪৪ বছরে কতজন সু-পাঠক তৈরি হয়েছে? ১৬

বিষয়:

১০৭৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304648
১৫ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
অন্ধ অনুকরন প্রবনতা আর হিনমন্যতা আমাদের ভাষার প্রতি অশ্রদ্ধার সৃষ্টি করেছে।
304666
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৪৬
মহিউডীন লিখেছেন : ধন্যবাদ লেখাটি যান্ত্রিক ক্রুটির জন্য আংশিক পোষ্ট হয়েছে।পরের পোষ্ট টি পাঠ করুন।
304676
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
304691
১৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৪২
অনেক পথ বাকি লিখেছেন : আপনার কথাগুলো সত্য বৈকি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File