ঈদ আনন্দে ভরে যাক প্রাণ
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৪ অক্টোবর, ২০১৪, ০৭:৫৯:২৬ সন্ধ্যা
ঈদ আনন্দে ভরে যাক প্রতিটি মোমেনের প্রাণ
এতিম-অনাথ খুঁজে পায় যেন অমূল্য ছোঁয়ার ঘ্রাণ।
ত্যাগের মহিমায় উদ্ভাসিত উজ্জ্বল আজকের এই দিন
যুগে যুগে অমর প্রেমে থাকবে যে অমলিন।
ধনী গরীব কাঁধে কাঁধ মিলে পড়বে ঈদের নামায
মহান রবের অপার দয়ায় ভাসে নূরের তাজ।
ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেন হযরত ইব্রাহীম
পুত্র ঈসমাইলকে সপে দিয়ে খোদাতে বিলীন।
এ ত্যাগের অনুপম শিক্ষাই মোদের কোরবানী
জীবনের পরতে পরতে মিশে থাক এই মর্মবাণী।
ঈমানের পরীক্ষায় যেন হতে পারি সবে মোরা মহীয়ান
গৌরবদ্বীপ্ত ইতিহাস মোদের জাগিয়ে দিলে স্মরণ।
অদ্বিতীয় আত্মশোধন এই কোরবানীর শিক্ষা
ভুলেও যেন, ভুলে না যাই কী মোদের দীক্ষা।
এই শিক্ষায় সুবাসিত হোক এই মাহেন্দ্র ক্ষণ
খোদাভীতির রত্ন ভাণ্ডার শুধুই প্রয়োজন।
ঈদ আনন্দ বয়ে আনুক সাম্য, সৌহার্দ, সম্প্রীতির বন্ধন
কোরবানীর মহতী শিক্ষা ঘুচিয়ে দিক ধনী গরীবের ব্যবধান।
ফোটাবো হাসি যতো আছে দুঃখীজনে
থাকবে না কষ্ট কোথা আজি এই দিনে।
বিষয়: বিবিধ
১৫৫০ বার পঠিত, ৮৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছবিটি যেমন সুন্দর, তেমনি লিখাটিও।
অনেক ভালো লাগলো আপু।
জাজাকাল্লাহু খাইর।
আলহামদুলিল্লাহ, হ্যা, প্রস্তুতি প্রায় শেষ।
আপনিও ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।
জাজাকাল্লাহু খাইর।
আপনার সাথে সহমত।
ভালোবাসা-স্নেহ-মমতা এসব কিছুই যেহেতু সেই মহান রবের থেকে আমাদের হৃদয়ে আসে, তবে ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন চারিত্রিক গুণাবলীতে অনন্য হৃদয়গুলির কার্যপ্রনালীর ভিন্নতা হেতু সেই ভালোবাসার প্রকাশভঙ্গীরও ভিন্নতা পরিলক্ষিত হয়। সন্তান এবং মায়ের ভালোবাসার কোনোই তুলনা হয় না। আমার কাছে আমার সাথে আমার রবের মধ্যেকার ভালোবাসার যে টান, আমার মায়ের সাথেও সেই টান বা আকর্ষণ একই ধাচের মনে হয়। আর আমাদের অন্য কাছের মানুষগুলোর ভিতরের সম্পর্কগুলোকে কেন জানি কিছুটা বিনিময়যোগ্য বা লেনদেনের নিরিখে এর গভীরতা বা ব্যাপ্তিকে অনুভবযোগ্য মনে হয়। কিন্তু কেন হয় বলতে পারব না। আল্লাহপাক আমি তাকে ভালো না বাসলেও তাঁর রাহমান নামের কারনে অন্য সকলের মত আমাকেও বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন তা দিয়ে যান। আর ভালোবাসলে তাঁর রহীম নামের গুনে আমাকে আরো বেশী ভালোবাসেন-কাছে টেনে নেন। একইভাবে আমার মা ও আমি তাকে ভালোবাসি বা না বাসি, আমাকে ভালোবেসেই যাবেন। এখানে যে কোন ধরণের বিনিময়ের প্রশ্নই আসে না। আমি কি আপনাকে উত্তরটি দিতে পেরেছি আপু? আমার ক্ষুদ্র জ্ঞানে এইটুকুই মনে হয়েছে।
জাজাকাল্লাহু খাইর।
হ্যাঁ, তবে এগুলো ব্যতিক্রম। এরকম অনেক সম্পর্কই রয়েছে।
না, আপনি সঠিকই রয়েছেন।
আল্লাহপাক আপনাকে সব সময় ভালো রাখুন।
জাজাকাল্লাহু খাইর।
আমি একজন অতি সাধারন মানুষ। আপনার দোয়ায় আমীন।
জাজাকাল্লাহু খাইর।
ঈদ আনন্দ বয়ে আনুক সাম্য, সৌহার্দ, সম্প্রীতির বন্ধন
কোরবানীর মহতী শিক্ষা ঘুচিয়ে দিক ধনী গরীবের ব্যবধান।
আমীন আমীন আমীন
ঈদের ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক
ঈদ মোবারক।
স্রষ্টার প্রতি ভালবাসা আর ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র কোরবানী ঈদের পটভূমিকা,এর মহিমা- সমাজের এর অর্থকরী প্রয়োজনীতা,এক কথায় কোরবানীর সামগ্রিক দিকগুলো অসাধারণ কাব্যিকতার স্বল্প পরিসরে এতো বিশালতায় উপস্হাপন করেছেন.....! অন্তর থেকেই শুভেচ্ছা ও জাযাকুমুল্লাহ জানাচ্ছি শ্রদ্ধেয়া@সন্ধাতারা আপু...।
কোরবানীর প্রকৃততার ছোয়ায় কিছুটা হলেও যেন আমরা মিশতে পারি পরম করুণাময়ের কাছে এই দোয়া।
ওয়া আলাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ মুহতারামা সন্ধাতারা আপু, আপনার লেখনী-মন্তব্য-প্রতিমন্তব্য অসাধরণ মুগ্ধতার বিশাল রসদ যেন! আমরা সাধারণ পাঠকরা আপনাদের অবদান স্বীকার করি বিনীত চিত্তে। দীর্ঘায়ুর কুসুমাস্তীর্নে হোক আপনাদের পথচলা মহান প্রভুর দরবারে এই আবেদন জানাই সদা।
জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ...।
কবিতা অ-ন্নে-ক সুইট হয়েছে যাজাকিল্লাহু খাইর।
আপনাকে ঈদের শুভেচ্ছা। ভাল থাকবেন সবাইকে ভাল রাখবেন।
======
আপনার ছেলেরটা ধারনিলাম তাই আপনার ছেলেকে
ঈদ মোবারক খাম্মুনি।
মন্তব্য করতে লগইন করুন