কুরবানী বনাম দূর্গাপূজা...
লিখেছেন লিখেছেন ইনতেহাব হোসাইন জাওয়াদ ০৪ অক্টোবর, ২০১৪, ০৭:০৩:০৪ সন্ধ্যা
সুশীলরা হিন্দুদের দূর্গাপূজাকে সার্বজনীন দূর্গোৎসব বলতে পছন্দ করেন, কিন্তু মুসলমানদের কোরবানীকে সার্বজনীন কোরবানী বলেন না। প্রতিমা পূজায় অংশ নেয়াটা ইসলাম ধর্মের সম্পুর্ণ পরিপন্থী হওয়া সত্ত্বেও তারা মুসলমানদেরকে এসব কাজে উৎসাহিত করেন। মুসলমানরা পূজামন্ডপে গিয়ে পূজার প্রসাদ খেলে, মাথায় তিলক দিলে, পূজায় অংশ নিলে সুশীলরা সেটাকে অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলন মনে করেন। আবার হিন্দুরা গরু কোরবানীকে ধর্মের পরিপন্থী মনে করলেও তাদের কোন ধর্মগ্রন্থে এর কোন প্রমান নেই। তবুও সুশীলরা হিন্দুদেরকে মুসলমানদের সাথে কোরবানীতে অংশ নিতে বলেন না, গরুর মাংস ভক্ষনের জন্য আমন্ত্রন জানান না, রমজান মাসে হিন্দুদেরকে রোজা রাখতে উৎসাহিত করেন না। তাদের অসাম্প্রদায়িক চেতনা এখানে ফাটা বেলুনের মতই চুপসে যায়। এইক্ষেত্রে তারা তাদের সেই প্রিয় শ্লোগানটাও আর মনে রাখতে চান না- "ধর্ম যার যার উৎসব সবার"। যেন তাদের এই নীতিটা কেবলমাত্র মুসলমানদের জন্য প্রযোজ্য। নিজেকে অসাম্প্রদায়িক প্রমানের দায়ভার যেন কেবলই মুসলমানদেরই। হিন্দুদের কোন ঠেকা নেই। হিন্দুরা তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী চলবে, কিন্তু মুসলমানরা নিজেকে অসাম্পদায়িক প্রমানের জন্য প্রয়োজনে নিজের ধর্ম পর্যন্ত বিসর্জন দিয়ে দিবে।
তথাকথিত সুশীলদের এমন একচোখা মুনাফিকি নীতিকে শুধুই ধিক্বার...
বিষয়: বিবিধ
৯৫৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন