আমার দেশ
লিখেছেন লিখেছেন মহসিন শ্রীধরী ৩০ মে, ২০১৩, ০৩:১৫:৩৬ রাত
তোমার রূপে পাগলপারা
আমার হৃদয়খানি
সবুজে শ্যামলে ফসলে ভরা
আমার প্রানের মাতৃভূমি।
এই দেশেতে জন্ম নিলো
কত শহীদ আর গাজী
তাদের পেয়ে ধন্য হলো
আপাময় সব জনরাজি
রক্তে আঁকা দেশ আমার
লাখ প্রানের বিনিময়ে পাওয়া
মাথা উচু করে তাই স্থান করেছে
আমার দেশ বিশ্ব মানচিত্রে।
বিষয়: সাহিত্য
৯২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন