বেদনায় ভারাক্রান্ত মনঃ ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজিয়ুন।
লিখেছেন লিখেছেন আহমদ মুসা ২২ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:১০:৫৯ রাত
নব্বই দশকের চট্টগ্রাম মহানগরীর ছাত্র আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র, তৎকালিন চট্টগ্রামে ইসলামী আন্দোলনে ছাত্র সমাজের প্রধান কান্ডারী, শিক্ষা ব্যবস্থাতে নৈতিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয় সাধনে নতুন শিক্ষা নীতি আন্দোলনে যিনি প্রেক্টিক্যাল ফিল্ডে বাস্তব দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে উত্তরসূরীদের পথ নির্দেশিকা রেখে গেছেন তিনি হলেন আমাদের সবার প্রিয় জয়নাল আবেদীন চৌধুরী জামশেদ ভাই।
ছাত্র জীবনে আমার অত্যন্তপ্রিয় এই দায়িত্বশীলের আজ সন্ধ্যায় হঠাৎ মৃত্যু সংবাদ শুনে বাকরূদ্ধ হয়ে যাওয়ার মত অবস্থা! সে সময়ে আমাদের অনেক সহপাঠী ও সম ব্যাচের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত অগনিত ইসলামী আন্দোলনের সহযাত্রী প্রিয় জামশেদ ভাইয়ের হাতেই শপথের বায়াত গ্রহণ করেছিলেন।
সদা হাইস্যেজ্জ্বল এই শ্রদ্ধেয় দায়িত্বশীল ভাইয়ের সাথে যখনই দেখা হতো তখন আমার সাথে এমন আচরণ করতেন যেন আমি তার আপন ছোট্ট ভাই!! বস্তুত নিতি প্রত্যেক নেতা-কর্মী ভাইদের সাথে এমনই সদাচরণ করতেন।
তার সময়ের চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন দায়িত্বশীলরা আজ দেশের বিভিন্ন নেত্বস্থানীয় প্রতিষ্ঠানে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
কিন্তু জামশেদ ভাই ছিলেন একটু ব্যতিক্রম। আজ চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে জাতি গঠনের ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানের সঠিক ধারায় ইউটিলাইজ করার জন্য যারা দুরদর্শিতাপূর্ণ অগ্রসেনানী হিসেবে আত্মনিয়োগ করেছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন প্রিয় দায়িত্বশীল জামশেদ ভাই।
জামশেদ ভাই আজ আমাদের শোকাহত করে জান্নাতের পথে রাওয়ানা দিয়েছেন। তার রেখে যাওয়া আদর্শকে এই সমাজে বাস্তবায়নের মাধ্যমে অজ্ঞতা ও অশিক্ষাকে পরাজিত করতে হবে উত্তরসূরীদের। হয়তো সেটাই হবে মরহুমের জন্য সদকায়ে জারিয়ার একটি দৃষ্টান্ত। আমরা সবাই দোয়া করি যেন মরহুমকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নেন মহান আল্লাহ তায়ালা।
বিষয়: বিবিধ
২৬৫০ বার পঠিত, ৫৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ উনাকে তার সকল ভালো কাজের উত্তম প্রতিদান দিক।
ভাই শিকারিমন, আপনিও কি তৎকালিন সময়ে চট্টগ্রাম মহানগরীতে ছিলেন? ফেবুতে আমাকে রিকোয়েস্ট পাঠানোর অনুরোধ রইল।
আল্লাহ তাঁকে জান্নাত নসীব করুন এবং তাঁর পরিবার ও অসংখ্য গুনগ্রাহীদের ধৈর্য্য ধারণের তৌফিক দিন, আমিন।
মরহুমের প্রতি দোয়া করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
খুব ভাল কথা বলেছেন এবং চমৎকার দোয়া করেছেন। আল্লাহ আ্পনাকে উত্তম প্রতিদান করুক।
সবকিছুই আল্লাহর হুকুমে চলে এবং প্রত্যেক মানুষকে তার দিকেই ফিরে যেতে হবে।
ধন্যবাদ পড়ে মন্তব্য করার।
আপনি সঠিক বলেছেন। একই সময়ে আপনিও কি চট্টগ্রাম মহানগরীতে ছিলেন?
হে আল্লাহ এই মুসলমান ভাইকে তোমার ক্ষমার চাদর দিয়ে ঢেকে নিয়ে তোমার সন্তষ্টি দান কর।
অত্যন্ত সুন্দর দোয়া করেছের। আমিও আপনার দোয়ার সাথে শরীক হলাম। আমিন।
সবকিছুই আল্লাহর হুকুমে চলে এবং প্রত্যেক মানুষকে তার দিকেই ফিরে যেতে হবে।
ধন্যবাদ পড়ে মন্তব্য করার।
আল্লাহ তাঁকে জান্নাত নসীব করুন এবং তাঁর পরিবার ও অসংখ্য গুনগ্রাহীদের ধৈর্য্য ধারণের তৌফিক দিন, আমিন।
আল্লাহ তাঁকে জান্নাত নসীব করুন এবং তাঁর পরিবার ও অসংখ্য গুনগ্রাহীদের ধৈর্য্য ধারণের তৌফিক দিন, আমিন।
আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করুন- আমীন
আপনাকে ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য।
ছাত্র জীবনে আমার অত্যন্তপ্রিয় এই দায়িত্বশীলের আজ সন্ধ্যায় হঠাৎ মৃত্যু সংবাদ শুনে বাকরূদ্ধ হয়ে যাওয়ার মত অবস্থা! সে সময়ে আমাদের অনেক সহপাঠী ও সম ব্যাচের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত অগনিত ইসলামী আন্দোলনের সহযাত্রী প্রিয় জামশেদ ভাইয়ের হাতেই শপথের বায়াত গ্রহণ করেছিলেন।
মহান রব তাঁর এই প্রিয় বান্দাহ এবং আমাদের সবার প্রাণপ্রিয় ভাইয়াটিকে জান্নাত দান করুন! আমীন!!
অনেক শোকরিয়া ও ধন্যবাদ জানাচ্ছি মরহুমের প্রতি সদকায়ে জারিয়াস্বরূপ দোয়া করার জন্য। মরহুম মাওলানা জামশেদ (রাহ) ভাইয়ের রেখে যাওয়া আদর্শ আমাদের ব্যক্তি জীবনে, পরিবারিক জীবনে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে বাস্তবায়নের চেষ্টার মধ্যে দিয়েই কোন একদিন আমাদেরকেও এই ধরণীর বুক থেকে চলে যেতে হবে। সবাইকে যেতেই হবে। কেউ পরে কেউ আগে- পার্থক্য শুধু এখানেই। কিন্তু যারা প্রকৃত অর্থেই সচেতন তারাই পরকালের পাথেয় সংগ্রহে নিয়োজিত থাকে দুনিয়াতে। মরহুম জামশেদ ভাই ছিলেন এক্ষেত্রে অত্যন্ত সচেতন একজন পাথেয় সংগ্রকারী। আল্লাহ তার পাথেয়গুলোকে কবুল করে তাকে জান্নাতের মেহমান বানিয়ে নিক।
বায়োফার্মার কর্ণধার ডা. লকিতউল্লাহ মিলন, চট্টগ্রামের ন্যাশনাল হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টর ডা. নাছিরসহ সমাজের অনেক নামী দামী সমাজ হিতৈষীরা ছিলেন মরহুমের ছাত্র জীবনের সহযোদ্ধা।
বি. দ্র. ফেইসবুকে একটি বিষয়ে আপনাকে ইনবক্স করেছিলেন। সম্ভব হলে আপনার মতামত জানালে কৃতজ্ঞ থাকবো।
মুহতারাম লোকমান ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি গরীবের ব্লগ পাতায় আগমনের জন্য।
মন্তব্য করতে লগইন করুন