বেদনায় ভারাক্রান্ত মনঃ ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজিয়ুন।

লিখেছেন লিখেছেন আহমদ মুসা ২২ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:১০:৫৯ রাত



নব্বই দশকের চট্টগ্রাম মহানগরীর ছাত্র আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র, তৎকালিন চট্টগ্রামে ইসলামী আন্দোলনে ছাত্র সমাজের প্রধান কান্ডারী, শিক্ষা ব্যবস্থাতে নৈতিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয় সাধনে নতুন শিক্ষা নীতি আন্দোলনে যিনি প্রেক্টিক্যাল ফিল্ডে বাস্তব দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে উত্তরসূরীদের পথ নির্দেশিকা রেখে গেছেন তিনি হলেন আমাদের সবার প্রিয় জয়নাল আবেদীন চৌধুরী জামশেদ ভাই।

ছাত্র জীবনে আমার অত্যন্তপ্রিয় এই দায়িত্বশীলের আজ সন্ধ্যায় হঠাৎ মৃত্যু সংবাদ শুনে বাকরূদ্ধ হয়ে যাওয়ার মত অবস্থা! সে সময়ে আমাদের অনেক সহপাঠী ও সম ব্যাচের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত অগনিত ইসলামী আন্দোলনের সহযাত্রী প্রিয় জামশেদ ভাইয়ের হাতেই শপথের বায়াত গ্রহণ করেছিলেন।

সদা হাইস্যেজ্জ্বল এই শ্রদ্ধেয় দায়িত্বশীল ভাইয়ের সাথে যখনই দেখা হতো তখন আমার সাথে এমন আচরণ করতেন যেন আমি তার আপন ছোট্ট ভাই!! বস্তুত নিতি প্রত্যেক নেতা-কর্মী ভাইদের সাথে এমনই সদাচরণ করতেন।

তার সময়ের চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন দায়িত্বশীলরা আজ দেশের বিভিন্ন নেত্বস্থানীয় প্রতিষ্ঠানে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

কিন্তু জামশেদ ভাই ছিলেন একটু ব্যতিক্রম। আজ চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে জাতি গঠনের ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানের সঠিক ধারায় ইউটিলাইজ করার জন্য যারা দুরদর্শিতাপূর্ণ অগ্রসেনানী হিসেবে আত্মনিয়োগ করেছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন প্রিয় দায়িত্বশীল জামশেদ ভাই।

জামশেদ ভাই আজ আমাদের শোকাহত করে জান্নাতের পথে রাওয়ানা দিয়েছেন। তার রেখে যাওয়া আদর্শকে এই সমাজে বাস্তবায়নের মাধ্যমে অজ্ঞতা ও অশিক্ষাকে পরাজিত করতে হবে উত্তরসূরীদের। হয়তো সেটাই হবে মরহুমের জন্য সদকায়ে জারিয়ার একটি দৃষ্টান্ত। আমরা সবাই দোয়া করি যেন মরহুমকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নেন মহান আল্লাহ তায়ালা।

বিষয়: বিবিধ

২৬৫০ বার পঠিত, ৫৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180460
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪১
প্যারিস থেকে আমি লিখেছেন : আল্লাহ উনাকে জান্নাত দান করুন। বয়স কত হয়েছিলো ?
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০২
133383
আহমদ মুসা লিখেছেন : আমিও আপনার সাথে মোনাজাতে শরীক হলাম! আল্লাহ তাকে জান্নাত দান করুক। তার বয়স আনুমানিক পয়তাল্লিশ বছরের কাছাকাছিই হবে।
180464
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মহান আল্লাহ ইসলমের এই সৈনিককে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নেন ,আমীন ।
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০৪
133384
আহমদ মুসা লিখেছেন : আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে নিক। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মরহুমের প্রতি দোয়া করার জন্য।
180512
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:০৪
শিকারিমন লিখেছেন : জামশেদ ভাই আমার ও অতি প্রিয় একজন বড় ভাই ছিলেন। বুজলামনা আল্লাহ কেন অতি দ্রুত ভালো মানুষদের কে তার মেহমান করে নিচ্ছেন।
আল্লাহ উনাকে তার সকল ভালো কাজের উত্তম প্রতিদান দিক।
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৩
133385
আহমদ মুসা লিখেছেন : খুব অল্প সময়েই প্রিয় জামশেদ ভাই চলে গেলেন। প্রকৃত অর্থেই জামশেদ ভাই খুবই ভাল মানুষ ছিলেন। আমরা সবাই তার জন্য এই বলে দোয়া করতে পারি- আল্লাহ যেন তার ভাল কাজগুলোকে কবুল করে তার হিসেব নিকেশ সহজ করে দেন এবং তাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে নেন।
ভাই শিকারিমন, আপনিও কি তৎকালিন সময়ে চট্টগ্রাম মহানগরীতে ছিলেন? ফেবুতে আমাকে রিকোয়েস্ট পাঠানোর অনুরোধ রইল।
180533
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:৩৩
হককথা লিখেছেন : আল্লাহ উনাকে জান্নাত দান করুন।
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৪
133386
আহমদ মুসা লিখেছেন : মরহুমের প্রতি দোয়া করার জন্য আল্লাহ আপনাকেও যেন উত্তম প্রতিদান দেন সেই দোয়াই করছি।
180556
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:২৯
ইবনে হাসেম লিখেছেন : আপনাদের প্রিয় জামশেদ ভাই যে সত্যি একজন আদর্শ ব্যক্তি ছিলেন তা তাঁর মৃতদেহের মাঝে ও প্রমাণিত হচ্ছে, তাঁর মূখে এখনো লেগে থাকা হাসির ছটা থেকে।
আল্লাহ তাঁকে জান্নাত নসীব করুন এবং তাঁর পরিবার ও অসংখ্য গুনগ্রাহীদের ধৈর্য্য ধারণের তৌফিক দিন, আমিন।
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৯
133388
আহমদ মুসা লিখেছেন : খুব সুন্দর ও চমৎকার মন্তব্য করেছেন। আল্লাহ আপনাকেও যেন উত্তম প্রতিদান দেন। তিনি যে একজন সত্যিকার অর্থেই ভাল মানুষ ছিলেন তার সাথে যারা কাজ করেছেন তারা তার স্বাক্ষী।
180560
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:০৫
শেখের পোলা লিখেছেন : ইন্না লিল্লাহে অ ইন্না ইলাইহে রাজেউন৷ আল্লাহ তাকে বেহেশ্ত নসীব করুক৷
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২১
133389
আহমদ মুসা লিখেছেন : তার সমস্ত ভাল কাজগুলোকে কবুল করে নিক। তার জীবনের যাবতীয গুনাহ খতরা মাফ করে দিক। আল্লাহ তাকে হেবেশ্ত নসীব করুক।
মরহুমের প্রতি দোয়া করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
180575
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:১৪
জুনাইদ হোসেন সবুজ লিখেছেন : আললাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করুন। আমিন
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২২
133390
আহমদ মুসা লিখেছেন : আপনার দোয়ায় আমিও শরীক হলাম- আল্লাহ তাকে জান্নাত নসীব করুক।
180592
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৪
বাংলার দামাল সন্তান লিখেছেন : আল্লাহ উনাকে জান্নাত দান করুন।
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৯
133399
আহমদ মুসা লিখেছেন : আপনার দোয়ায় আমিও শরীক হলাম- আল্লাহ তাকে জান্নাত দান করুক।
180600
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫২
প্রবাসী যাযাবর লিখেছেন : জামশেদ ভাই সত্যিকার অর্থেই একজন ভাল মানুষ ছিলেন । সদা হাস্যোজ্বল এই ভাইটিকে আল্লাহপাক যেন জান্নাতুল ফেরদৌস নসীব করেন এই দোয়া করছি । তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি । আপনাকেও ধন্যবাদ ।
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০৩
133405
আহমদ মুসা লিখেছেন : জামশেদ ভাই সত্যিকার অর্থেই একজন ভাল মানুষ ছিলেন। সদা হাস্যোজ্বল এই ভাইটিকে আল্লাহপাক যেন জান্নাতুল ফেরদৌস নসীব করেন এই দোয়া করছি ।
খুব ভাল কথা বলেছেন এবং চমৎকার দোয়া করেছেন। আল্লাহ আ্পনাকে উত্তম প্রতিদান করুক।
১০
180643
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৮
বিন হারুন লিখেছেন : انا لله وانا اليه راجعون
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৩
133448
আহমদ মুসা লিখেছেন : কেউ আগে কেউ পরে- সবাইকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। পটিয়া মাদ্রাসার একজন মরহুম বুজুর্গ ওস্তাদ প্রায় সময়ে ওয়াজ নসিহতে বলতেন- দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নেই। যার যখন ডাক আসে তাকে তখনই চলে যেতে হবেই।
সবকিছুই আল্লাহর হুকুমে চলে এবং প্রত্যেক মানুষকে তার দিকেই ফিরে যেতে হবে।
ধন্যবাদ পড়ে মন্তব্য করার।
১১
180644
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩০
আইল্যান্ড স্কাই লিখেছেন : চট্টগ্রাম মহানগরীতে দায়িত্ব পালন কালের পূরনো অনেক স্মৃতি মনে পড়ে, একজন ভাল মানুষ ছিলেন, মহান আল্লাহ ওনার সমস্ত ভাল কাজ গুলোকে কবুল করে নিক। তার জীবনের যাবতীয গুনাহ খাতা মাফ করে দিক। আল্লাহ তাকে হেবেশ্ত নসীব করুক।ওনার পরিবারকে আল্লাহ হেফাজত ও রহমত করুক, আমীন।
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৭
133455
আহমদ মুসা লিখেছেন : পূরনো অনেক স্মৃতি মনে পড়ে, একজন ভাল মানুষ ছিলেন, মহান আল্লাহ ওনার সমস্ত ভাল কাজ গুলোকে কবুল করে নিক। তার জীবনের যাবতীয গুনাহ খাতা মাফ করে দিক। আল্লাহ তাকে হেবেশ্ত নসীব করুক।
আপনি সঠিক বলেছেন। একই সময়ে আপনিও কি চট্টগ্রাম মহানগরীতে ছিলেন?
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৭
134349
আইল্যান্ড স্কাই লিখেছেন : ঐ সময় আমি সাথী প্রার্থী ছিলাম আমার সাংগঠনিক কার্যক্রম শুরু হয় চট্টগ্রাম মহানগরীতে,ওনার অনেক স্মৃতি মনে পড়ে, আল্লাহ ওনাকে জান্নাত নসীব করুক।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৮
134432
আহমদ মুসা লিখেছেন : তাহলে বুঝা যাচ্ছে আমি আর আপনি একই সময়ে চট্টগ্রাম মহানগরীতে সংঘঠনের সাথে জড়িত ছিলাম। হয়তো আমরা একে অপরের ছবি দেখলে চিনতেও পারি।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১৯
134913
আইল্যান্ড স্কাই লিখেছেন : হয়ত চিনতে পারেন
১২
180646
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৫
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
হে আল্লাহ এই মুসলমান ভাইকে তোমার ক্ষমার চাদর দিয়ে ঢেকে নিয়ে তোমার সন্তষ্টি দান কর।
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৮
133456
আহমদ মুসা লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওরাহমাতুল্লাহ
অত্যন্ত সুন্দর দোয়া করেছের। আমিও আপনার দোয়ার সাথে শরীক হলাম। আমিন।
১৩
180667
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০৯
ফাতিমা মারিয়াম লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহী রাজিউন।মহান আল্লাহ উনাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে নিন। আমীন Praying

২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:১৮
133491
আহমদ মুসা লিখেছেন : কেউ আগে কেউ পরে- সবাইকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। পটিয়া মাদ্রাসার একজন মরহুম বুজুর্গ ওস্তাদ প্রায় সময়ে ওয়াজ নসিহতে বলতেন- দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নেই। যার যখন ডাক আসে তাকে তখনই চলে যেতে হবেই।
সবকিছুই আল্লাহর হুকুমে চলে এবং প্রত্যেক মানুষকে তার দিকেই ফিরে যেতে হবে।
ধন্যবাদ পড়ে মন্তব্য করার।
১৪
180673
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:২৪
আবু নাইম লিখেছেন : প্রিয় জামশেদ ভাই যে সত্যি একজন আদর্শ ব্যক্তি ছিলেন তা তাঁর মৃতদেহের মাঝে ও প্রমাণিত হচ্ছে, তাঁর মূখে এখনো লেগে থাকা হাসির ছটা থেকে।
আল্লাহ তাঁকে জান্নাত নসীব করুন এবং তাঁর পরিবার ও অসংখ্য গুনগ্রাহীদের ধৈর্য্য ধারণের তৌফিক দিন, আমিন।
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৭
133538
আহমদ মুসা লিখেছেন : জামশেদ ভাই আসলেই একজন সফল সংঘঠক ছিলেন। ছাত্রনেতৃত্ব থেকে অবসর নেয়ার পরে তিনি তার দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন পরবর্তী কর্মমূখর বনার্ঢ্য জীবনে এর প্রমাণ পাওয়া যায়। তার গতিশীল নেতৃত্ব তৎকালীন ছাত্র সমাজে ব্যায়াপক প্রভাব বিস্তার লাভ করেছিল। সে সময়ের ইসলাম বিরোধী সম্মিলিত শক্তির বিরুদ্ধে এককভাবেই তার নেতৃত্বে চট্টগ্রাম মহানগরীতে নিজস্ব স্বকীয়তা বজায় রেখে বৃহত্তর ছাত্র সমাজের সংঘঠনের নেতৃত্বকে বেগবান করেছিলেন।
আল্লাহ তাঁকে জান্নাত নসীব করুন এবং তাঁর পরিবার ও অসংখ্য গুনগ্রাহীদের ধৈর্য্য ধারণের তৌফিক দিন, আমিন।
১৫
180674
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:২৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কালকে রাতে একজন ভাই থেকে শুনলাম, কিন্তু জামশেদ ভাইকে আমি চিনতাম না। সকালে আপনার ফেবু পোস্ট পড়ে বিস্তারিত জানলাম। আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করুন- আমীন
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৯
133543
আহমদ মুসা লিখেছেন : জি ভাই অত্যন্ত জনপ্রিয় একজন দায়িত্বশীল ছিলেন। তিনি বয়সে আমাদের সিনিয়র। আমরা যখন শিক্ষার উচ্চ মাধ্যমিক স্তরে অধ্যায়নরত তখন তিনি মাস্টার্স কম্পিলিট করেছিলেন। ছাত্র হিসেবেও অত্যন্ত বেধাবী এেই আলেম ছাত্রনেতা নিজ সংঘঠনের কর্মীদের প্রেরণার উৎস হিসেবে কাজ করতো। তার আচার-আচারণ, অমায়িক ব্যবহার মুহুর্তের মধ্যেই যে কাউকেই আপন করে নিতে পারতেন। আমাকে অত্যন্ত স্নেহ করতেন। তাদের মত আদর্শবান ছাত্র নেতাদের সাহচর্য যারা পেয়েছে তারা আজ দেশের বিভিন্ন সেক্টরে সুনামের সাথেই জাতি গঠনে নেতৃত্ব দিচ্ছে।
আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করুন- আমীন
১৬
180708
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৬
পবিত্র লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহী রাজিউন।মহান আল্লাহ উনাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে নিন। আমীন Praying Praying Praying Praying
২২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০০
133544
আহমদ মুসা লিখেছেন : মহান আল্লাহ উনাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে নিন। আমীন
আপনাকে ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য।
১৭
181068
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫২
ইসতিয়াক লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহী রাজিউন।মহান আল্লাহ উনাকে ক্ষমা করুন। আমিন
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১২
133959
আহমদ মুসা লিখেছেন : আপনাকে ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য। আমিও আপনার সাথে দোয়ায় শরীক হলাম- মহান আল্লাহ উনাকে ক্ষমা করুন। আমিন
১৮
181201
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৫
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
ছাত্র জীবনে আমার অত্যন্তপ্রিয় এই দায়িত্বশীলের আজ সন্ধ্যায় হঠাৎ মৃত্যু সংবাদ শুনে বাকরূদ্ধ হয়ে যাওয়ার মত অবস্থা! সে সময়ে আমাদের অনেক সহপাঠী ও সম ব্যাচের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত অগনিত ইসলামী আন্দোলনের সহযাত্রী প্রিয় জামশেদ ভাইয়ের হাতেই শপথের বায়াত গ্রহণ করেছিলেন।

২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫৪
134201
আহমদ মুসা লিখেছেন : আপনাকে ধন্যবাদ।
১৯
181254
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪১
আবু তাহের মিয়াজী লিখেছেন : আল্লাহ উনাকে জান্নাত দান করুন। Praying Praying
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫৫
134202
আহমদ মুসা লিখেছেন : আপনার দোয়ার সাথে আমিও শরীক হলাম- আল্লাহ ওনাকে জান্নাত দান করুক।
২০
182356
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:০৮
ভিশু লিখেছেন : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন!
মহান রব তাঁর এই প্রিয় বান্দাহ এবং আমাদের সবার প্রাণপ্রিয় ভাইয়াটিকে জান্নাত দান করুন! আমীন!!
Praying Praying Praying
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:০৩
134854
আহমদ মুসা লিখেছেন :
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন!

অনেক শোকরিয়া ও ধন্যবাদ জানাচ্ছি মরহুমের প্রতি সদকায়ে জারিয়াস্বরূপ দোয়া করার জন্য। মরহুম মাওলানা জামশেদ (রাহ) ভাইয়ের রেখে যাওয়া আদর্শ আমাদের ব্যক্তি জীবনে, পরিবারিক জীবনে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে বাস্তবায়নের চেষ্টার মধ্যে দিয়েই কোন একদিন আমাদেরকেও এই ধরণীর বুক থেকে চলে যেতে হবে। সবাইকে যেতেই হবে। কেউ পরে কেউ আগে- পার্থক্য শুধু এখানেই। কিন্তু যারা প্রকৃত অর্থেই সচেতন তারাই পরকালের পাথেয় সংগ্রহে নিয়োজিত থাকে দুনিয়াতে। মরহুম জামশেদ ভাই ছিলেন এক্ষেত্রে অত্যন্ত সচেতন একজন পাথেয় সংগ্রকারী। আল্লাহ তার পাথেয়গুলোকে কবুল করে তাকে জান্নাতের মেহমান বানিয়ে নিক।
বায়োফার্মার কর্ণধার ডা. লকিতউল্লাহ মিলন, চট্টগ্রামের ন্যাশনাল হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টর ডা. নাছিরসহ সমাজের অনেক নামী দামী সমাজ হিতৈষীরা ছিলেন মরহুমের ছাত্র জীবনের সহযোদ্ধা।

বি. দ্র. ফেইসবুকে একটি বিষয়ে আপনাকে ইনবক্স করেছিলেন। সম্ভব হলে আপনার মতামত জানালে কৃতজ্ঞ থাকবো।
২১
182445
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩২
সজল আহমেদ লিখেছেন : ইন্নালিল্লাহ।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৫
134955
আহমদ মুসা লিখেছেন : মহান আল্লাহ উনাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে নিন। আমীন
২২
188357
০৭ মার্চ ২০১৪ দুপুর ১২:১৮
প্রবাসী মজুমদার লিখেছেন : হৃদয়ের ভেতরে প্রোথিত ভালবাসার এসব মানুষগুলোর বিদায় যেন মন মানতে চায়না। আল্রাহকে তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।
০৭ মার্চ ২০১৪ রাত ০৮:২৭
139814
আহমদ মুসা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ গরীবের ব্লগ পাতায় আগমনের জন্য। ১৯৮৭ সালে যখন আপনি চট্টগ্রামে ব্যাংকে কর্মরত ছিলেন তখন সম্ভবত মরহুম জামশেদ ভাই মহানগরীর মাঝারী পর্যায়ের ছাত্র নেতা ছিলেন। আমি তখন চট্টগ্রাম শহরে আসিনি। গ্রামেই ছিলাম। জামশেদ ভাইয়ের সাথে পরিচয় হয় মূলত ১৯৯২ সালের শেষের দিকে। ঘনিষ্ঠতা হয় যখন ৯৫ সালে শপদের কর্মীর হওয়ার সৌভাগ্য অর্জন করি।
২৩
195876
২১ মার্চ ২০১৪ রাত ০৯:৫৯
মোহাম্মদ লোকমান লিখেছেন : প্যারেড ময়দানে তাঁর নামাজে জানাযায় শরীক হওয়ার ‍সুযোগ হয়েছিল। আল্লাহ আমাদের প্রিয় ভাইটির জন্য জান্নাত নসীব করুন।
২১ মার্চ ২০১৪ রাত ১০:২৮
146014
আহমদ মুসা লিখেছেন : আমিন! সুম্মা আমিন। আমার দূর্ভাগ্য বলতে হবে যে, আমি জামশেদ ভাইয়ের জানাজায় শরীক হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছি। মহান আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিক।
মুহতারাম লোকমান ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি গরীবের ব্লগ পাতায় আগমনের জন্য।
২৪
198268
২৬ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪১
২৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪২
148234
আহমদ মুসা লিখেছেন : আপনাকে ধন্যবাদ। লিংক দেয়ার আগেই আমি দেখেছিলাম আপনার ব্লগটি।
২৫
328148
০১ জুলাই ২০১৫ সকাল ১১:৫৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আল্লাহ তাঁকে জান্নাত বাসী করুন। আমিন।
০১ জুলাই ২০১৫ দুপুর ০১:১৬
270435
আহমদ মুসা লিখেছেন : দোয়া করার জন্য শুকরিয়া এবং গরীবের ব্লগ পাতায় বিখ্যাত লেখকদের আগমন দেখে নিজেকে ধন্য মনে করছি।
০২ জুলাই ২০১৫ বিকাল ০৪:১৬
270620
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এইটা একটা কথা কইলেন মিয়া?ধন্যবাদ ..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File