"স্বপ্নীল ঘুড়িদের গল্প"

লিখেছেন লিখেছেন নতুন মস ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৫৬:৫৪ রাত

এটা একটা খুব

সাধারণ গল্প

কিছু চরিত্রের মেলা

ঠিক যেন বিশাল পৃথিবীতে কিছু বিন্দু বিন্দু কণার খেলা

একেকজন

এক একটা চরিত্র

খুব ক্ষুদ্র ক্ষুদ্র

স্থান জুড়ে

অবস্থানরত কিছু প্রাণ

তবে...

প্রতিটি চরিত্রের রয়েছে

ব্যক্তিগত

সাদা মেঘের নীলসে আকাশ...

বড় বিস্তৃত

সীমাহীন

কিছু চেনা অচেনা পথ একে বেঁকে...

নানান রঙ্গের স্বপ্ন ঘুড়িরা উড়ছে ত উড়ছে

আপন মনে,

পুরো ভুবন জুড়ে...

কার কার সুতো

হঠাত্‍ কেটে

রং ছড়িয়ে দেয় ঘুড়িরা

শেষ নিঃশ্বাস ছাড়ে।

কেউ কেউ ছুঁড়ে দেয় আবার রঙ্গিন ঘুড়িদের

স্বপ্নীল আকাশে...

ফিরে আসে স্বপ্নরা

নিজের ঘরে...

এই ত

কি বলছি?

না এগুলো

পাগলের প্রলাপ

নয়

সত্যি...

স্থির দেহে

গতিশীল ঘুড়িরা প্রাণবন্তভাবে ছুটে চলছে

চেয়ে দেখ।

উড়তে উড়তে..

কারাগারের রাত দিনে

ঢুকে পড়ি

ঘুরে ফিরে

ছোট্ট ছোট্ট প্রশান্তির

চিত্র আর স্বপ্নমাখা অনুভূতিগুলো

শব্দে শব্দে ছুটে আসে

মিশরের অলিগলি থেকে

তারপর

অল্প অল্প

ঐ ঘুড়িদের

রং ছুঁতে ছঁতে

ভাবছি এবার

ঠিক ঠিক

গল্পটা শেষ করব।

#নতুন_মস

সূর্যবাড়ি

বিষয়: বিবিধ

১০৬৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180461
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪২
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
180466
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো
180668
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০৯
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদ Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File