ভারতীয় নর্তকী আর নায়কদের নাচা গানা দেখে জাতি এবার পিলখানার শহীদদের স্মরন করবে?
লিখেছেন লিখেছেন এমডাডুল হক পারভেজ ২২ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:২৬:১৭ রাত
ভারতীয় নর্তকী আর নায়কদের নাছা গানা দেখে জাতি এবার পিলখানার শহীদদের স্মরন করবে?
আগামী ২৫ শে ফেব্রুয়ারী পিলখানা হত্যা দিবস,
আর এইদিনে উদ্বোধন হতে চলেছে এসিয়া কাপ ক্রিকেট।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় নর্তকীদের নাছিয়ে পর্দা তোলা হবে এশিয়া কাপের।
কিন্তু কেন জাতীর শ্রেষ্ঠ সন্তান সেনাঅফিসার্দের যে দিনে হত্যা করা হয় সে দিনে এই নর্তকী দের নাচন।
উদ্বোধনী অনুষ্ঠান কি দুইদিন পরে করা যায় না।
নাকি এই দেশের মানুষ কে ২৫ ফেব্রুয়ারীর শোক ভুলিয়ে দেওয়ার জন্য এই নাছা গানা প্রোগ্রাম।
শহীদ সেনাবাহিনীরা আমাদের কাছে জাতী,ধর্ম,বর্ন,সবার উর্দে তাদের প্রতি সন্মান রেখে এই প্রোগ্রাম কে বর্জন করা উছিত।
বিষয়: বিবিধ
১১৫০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কেন ভাই ঝামেলা পাকাতে চান ?
মন্তব্য করতে লগইন করুন